কলকাতা: ব্যাগের চেকিং হয়ে গিয়েছিল। তারপর যাত্রীদেরও টিকিট চেকিং করা শেষ হয়ে গিয়েছিল। একে একে পুনে বিমানবন্দর থেকে সকলেই একটি বেসরকারি বিমানসংস্থার বিমানে উঠে পড়েন। যথা সময়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দেয় বিমানটিও। তবে মাঝ আকাশে যেতেই বিপত্তি। যত দ্রুত সম্ভব তড়িঘড়ি ফিরিয়ে আনা হল বিমানটিকে। এখন প্রশ্ন কেন এভাবে ফিরিয়ে আনা হল বিমানকে?
বিমান বন্দর সূত্রে খবর, মঙ্গলবার পুনে থেকে কলকাতার উদ্দেশ্যে একটি বেসরকারি সংস্থার বিমান রওনা দেয়। মাঝ আকাশে বিমান যেতেই হঠাৎ বিমান বন্দর সংস্থার কাছে একটি টুইট আসে। অভিযোগ, সেই টুইটে লেখা ছিল বিমানে বোমা রাখা আছে। আর দেরি না করে দ্রুত বিমানবন্দর কর্তৃপক্ষ এটিসির সঙ্গে যোগাযোগ করে। এরপর বিমানটিকে সুরক্ষার সঙ্গে চারটে নাগাদ অবতরণ করা হয়।
এ দিকে, বিমান যখন অবতরণ করে সেই সময় আগে থেকেই দমকল থেকে শুরু করে সমস্ত রকম ব্যবস্থা রাখা হয়েছিল। এরকম টুইট কোথা থেকে আসলো এই সমস্ত বিষয়ে ইতিমধ্যেই খতিয়ে দেখছে বিমানবন্দর কর্তৃপক্ষ।