Kolkata Airport: লেজারের আলোতে চোখ ধাঁধিয়ে যায় পাইলটের, কলকাতা এয়ারপোর্টে বিমান অবতরণে সমস্যা

Ranjit Dhar | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Feb 24, 2024 | 7:14 AM

Kolkata Airport: বিমানবন্দর কর্তৃপক্ষ সূত্রে খবর,  কৈখালির দিক থেকে বিক্ষিপ্তভাবে লেজার লাইট ককপিটে পড়ছিল। তাতে পাইলটের সমস্যা হতে থাকে। পাইলট দ্রুত বিষয়টি এটিসির সঙ্গে যোগাযোগ করে জানান।

Kolkata Airport: লেজারের আলোতে চোখ ধাঁধিয়ে যায় পাইলটের, কলকাতা এয়ারপোর্টে বিমান অবতরণে সমস্যা
বিমান অবতরণে সমস্যা
Image Credit source: Facebook

Follow Us

কলকাতা: বেঙ্গালুরু থেকে কলকাতা গামী বিমানের ককপিটে লেজারের আলো। আর তার জেরে কলকাতা বিমান অবতরণে আগে-বিপত্তি। নেতাজি সুভাষচন্দ্র আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান অবতরণের আগে বিপত্তি। ককপিটের লেজারের আলোয় বিভ্রান্তি তৈরি হয় পাইলটের দৃষ্টি। পাইলটের তৎপরতায় শেষমেশ সুরক্ষিতভাবে ১৬৫ জন যাত্রী এবং ৬ জন কেবিন ক্রু নিয়ে বিমানটি অবতরণ করে।

শুক্রবার সন্ধ্যাায় সাড়ে সাতটা নাগাদ বেঙ্গালুরু থেকে কলকাতা গামী ইন্ডিগো ফ্লাইট সিক্স ই ২২৩ কলকাতা বিমানবন্দরে অবতরণের সময়েই সমস্যা তৈরি হয়। বিমানবন্দর কর্তৃপক্ষ সূত্রে খবর,  কৈখালির দিক থেকে বিক্ষিপ্তভাবে লেজার লাইট ককপিটে পড়ছিল। তাতে পাইলটের সমস্যা হতে থাকে। পাইলট দ্রুত বিষয়টি এটিসির সঙ্গে যোগাযোগ করে জানান।

এয়ার ট্রাফিক কন্ট্রোল বিষয়টি বিমানবন্দর কর্তৃপক্ষকে জানায়। বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে নেতাজি সুভাষচন্দ্র আন্তর্জাতিক বিমানবন্দর থানায় বিষয়টি জানানো হয়। বিধাননগর কমিশনারেটকেও বিষয়টি সম্পর্কে অবগত করা হয়। এমনিতেই কলকাতা বিমানবন্দর সন্নিকটে থানাগুলোতে লেজার লাইটের ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ। তা হলেও কম তীব্রতাযুক্ত লেজার লাইট ব্যবহার বন্ধ হচ্ছে না। আর তাতেই তৈরি হচ্ছে সমস্যা। ককপিটে লেজারের আলো চোখে পড়লে অন্ধকার দেখেন পাইলটরা। দিকনির্ণয় করতে তখনই সমস্যা হয়।

Next Article