Fire Arms: এবার আনন্দপুর, কলকাতায় উদ্ধার ১০টি আগ্নেয়াস্ত্র

সুমন মহাপাত্র | Edited By: অবন্তিকা প্রামাণিক

Mar 30, 2025 | 3:19 PM

Kolkata Fire Arms Recover: রবিবার কলকাতা পুলিশের এসটিএফ-এর কাছে খবর আসে এই আগ্নেয়াস্ত্র সংক্রান্ত বিষয়ে। এরপর দুজন সন্দেহভাজনকে আগ্নেয়াস্ত্র সমেত গ্রেফতার করা হয়। এই বিরাট অস্ত্র সম্ভার নিয়ে অভিযুক্তরা কোথায় যাচ্ছিল, কেন যাচ্ছিলেন তা জানার চেষ্টা চালাচ্ছেন গোয়েন্দারা।

Fire Arms: এবার আনন্দপুর, কলকাতায় উদ্ধার ১০টি আগ্নেয়াস্ত্র
কলকাতায় আগ্নেয়াস্ত্র উদ্ধার
Image Credit source: Tv9 Bangla

Follow Us

কলকাতা: আনন্দপুরে তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের উপর আগ্নেয়াস্ত্র নিয়ে চড়াও হয়েছিল দুষ্কৃতীরা। সেই নিয়ে কম জলঘোলা হয়নি। এবার সেই আনন্দপুরে উদ্ধার হল আগ্নেয়াস্ত্র। প্রায় দশটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। এই ঘটনায় গ্রেফতার দু’জন। একজন পুরুষ ও অন্যজন মহিলা।

রবিবার কলকাতা পুলিশের এসটিএফ-এর কাছে খবর আসে এই আগ্নেয়াস্ত্র সংক্রান্ত বিষয়ে। এরপর দুজন সন্দেহভাজনকে আগ্নেয়াস্ত্র সমেত গ্রেফতার করা হয়। এই বিরাট অস্ত্র সম্ভার নিয়ে অভিযুক্তরা কোথায় যাচ্ছিল, কেন যাচ্ছিলেন তা জানার চেষ্টা চালাবেন গোয়েন্দারা। ইতিমধ্যেই বাজেয়াপ্ত করা হয়েছে ওই সকল আগ্নেয়াস্ত্রগুলি। একাধিক বাক্সের ভিতরে ওই আগ্নেয়াস্ত্রগুলি মজুত ছিল।

অবসরপ্রাপ্ত পুলিশকর্তা অরিন্দম ভট্টাচার্য। তিনি বলেন, “প্রথমেই এসটিএফকে ধন্যবাদ জানাব তারা গোপন সূত্র থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে গ্রেফতার করেছে। কিন্তু যাঁরা অস্ত্র আনছে তাঁরা কিন্তু এই সবের কোনও কিছুই তোয়াক্কা করছেন না। ভয় পাচ্ছেন না। ওরা তো ভয় পেতে পারে যে পুলিশ এত তৎপর।” প্রসঙ্গত, এর আগে গত বছরের নভেম্বর মাসে শিয়ালদহ সংলগ্ন বৈঠকখানা বাজার থেকে এক জনকে গ্রেফতার করে কলকাতা পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স (এসটিএফ)। ধৃতের নাম ইজরায়েল খান। তাঁর সঙ্গে থাকা ব্যাগ থেকে উদ্ধার হয় সেভেন এমএম পিস্তল, ওয়ান শটার বন্দুক ও ৯০ রাউন্ড গুলি।

Next Article