কলকাতা: নাড্ডা ফিরতেই আজ বাংলায় অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সফর ঘিরে বিজেপির তৎপরতা তুঙ্গে। একুশের হাইভোল্টেজ নির্বাচনকে সামনে রেখে লড়াইয়ের (West Bengal Assembly Election 2021) প্রস্তুতিতে কোনও কসুরও রাখছে না বঙ্গ বিজেপি নেতৃত্ব। আজ মতুয়াদের ভূমিতে অমিত শাহ (Amit Shah)। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, শাহ নিশ্চয়ই এদিন বহু প্রত্যাশিত সিএএ নিয়েই বার্তা দেবেন মতুয়াদের। তবে এদিন অমিত শাহর সফরের সময়সূচিতে খানিকটা পরিবর্তন এসেছে।
বিজেপি সূত্রে খবর, নিউটাউনের পাঁচতারা ওয়েস্টিন হোটেলের পরিবর্তে তিনি জে ডাব্লু ম্যারিয়ট পাঁচতারা হোটেলে বৈঠক করবেন। ঠাকুরনগরের সভা শেষ করে বিকেল ৫.০৫ মিনিটে কলকাতা বিমানবন্দরে অবতরণ করবেন বিএসএফের চপারে। কলকাতা বিমানবন্দরে বৈঠক করবেন তিনি।
সেখান থেকে সোজা চলে যাবেন সায়েন্সসিটি। অনুষ্ঠান শেষে সেখান থেকে যাবেন আইটিসি রয়্যাল। ৭.৫৫ মিনিট থেকে ৮.৫৫ মিনিট পর্যন্ত সেখানে বৈঠক করবেন শাহ। তারপর সেখান থেকে পাঁচতারা হোটেল জে ডাব্লু ম্যারিয়টে। এখানে নটা থেকে সাড়ে দশটা পর্যন্ত বৈঠক। তারপর সেখান থেকে কলকাতা বিমানবন্দরে দিল্লির উদ্দেশে রওনা।
আরও পড়ুন: ফের শাহি-সফর বঙ্গে, সিএএ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বার্তা শুনতে কান খাড়া মতুয়াদের
বঙ্গ সফরের আগে বুধবারই একেবারে গোটা গোটা বাংলায় টুইট করেছেন শাহ , ‘আমি উৎসুক,আগামিকাল বাংলায় উপস্থিত হওয়ার জন্য। কোচবিহার থেকে @BJP4Bengal #PoribortonYatra ‘র চতুর্থ পর্যায় সূচিত হবে এবং ঠাকুরনগরে জনসভা অনুষ্ঠিত হবে। পশ্চিমবঙ্গের কলকাতায় আমি আমাদের সোশ্যাল মিডিয়ার স্বেচ্ছাসেবীদের সাথেও আলাপচারিতায় অংশগ্রহণ করব।