e Supratim Sarkar new CP: CP-র নাম করে কেউ প্রভাবিত করলে কোনও 'ফেভার' নয়, দায়িত্ব পেয়েই পুলিশকে নির্দেশ সুপ্রতীমের: সূত্র - Bengali News | Kolkata CP Supratim Sarkar Said It is not a favor if someone influences you in the name of CP | TV9 Bangla News
AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Supratim Sarkar new CP: CP-র নাম করে কেউ প্রভাবিত করলে কোনও ‘ফেভার’ নয়, দায়িত্ব পেয়েই পুলিশকে নির্দেশ সুপ্রতীমের: সূত্র

kolkata police: সংশ্লিষ্ট বৈঠক থেকে তিনি ট্রাফিক গার্ডের অফিসারদেরদেরও গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন। সূত্রের খবর, তিনি বলেছেন, গুরুত্বপূর্ণ সময়ে অর্থাৎ পিক আওয়ারে অফিসার থেকে শুরু করে কনস্টেবলকে রাস্তায় নেমে ডিউটি করতে হবে। ভিজিবল থাকতে হবে।

Supratim Sarkar new CP: CP-র নাম করে কেউ প্রভাবিত করলে কোনও 'ফেভার' নয়, দায়িত্ব পেয়েই পুলিশকে নির্দেশ সুপ্রতীমের: সূত্র
সুপ্রতীম সরকার, সিপিImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Jan 31, 2026 | 5:46 PM
Share

কলকাতা: শুক্রবার কলকাতা পেয়েছে নতুন সিপি সুপ্রতীম সরকারকে। সূত্রের খবর, আর দায়িত্ব পেয়েই পরের দিন অর্থাৎ শনিবার বড় নির্দেশ দিলেন তিনি। পুলিশ কমিশনারের নাম নিয়ে কেউ পুলিশকে প্রভাবিত করার চেষ্টা করলে পুলিশ যেন কোনওরকম ‘ফেভার’না করে। স্পষ্ট নির্দেশ সুপ্রতীমের।প্রথম দিনে পুলিশ কমিশনারের দায়িত্ব নিয়েই বার্তা কলকাতা পুলিশ কমিশনার সুপ্রতিম সরকারের। সূত্রের খবর, তিনি আরও বলেছেন, যতক্ষণ না পুলিশ কমিশনার নিজে কিছু বলছেন কেউ যেন তাঁর নাম শুনে প্রভাবিত না হন।

সংশ্লিষ্ট বৈঠক থেকে তিনি ট্রাফিক গার্ডের অফিসারদেরদেরও গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন। সূত্রের খবর, তিনি বলেছেন, গুরুত্বপূর্ণ সময়ে অর্থাৎ পিক আওয়ারে অফিসার থেকে শুরু করে কনস্টেবলকে রাস্তায় নেমে ডিউটি করতে হবে। ভিজিবল থাকতে হবে। কোথাও কোনও ট্রাফিক গার্ডের অন্দরে ঘটনা ঘটলে থানা বা ট্রাফিক গার্ডের বর্ডার এলাকায় কিছু হলে এ-ওর দিকে ঠেললে চলবে না। একটাই ইউনিট – কলকাতা ট্রাফিক পুলিশ।

এখানেই শেষ নয়, কলকাতা পুলিশের ডাউনিং এবং লিভিং রুম হল থানা এবং ট্রাফিক। সেগুলি যেন সাজানো গোছানো থাকে। কিচেন হল ডিডি এবং এআরএস। এগুলো হল কলকাতা পুলিশের স্বাস্থ্য। ফলে সেগুলোও পরিষ্কার রাখার নির্দেশ দেন তিনি। বস্তুত, আজ কলকাতা পুলিশের দায়িত্ব নিয়েই সব থানার এবং ট্র্যাফিক গার্ডের অফিসারদের নিয়ে বৈঠক সারলেন কলকাতা পুলিশ কমিশনারে সুপ্রতিম সরকার। বস্তুত, কলকাতা পুলিশ কমিশনারের পদে এত ছিলেন মনোজ বর্মা। তাঁকে সরিয়ে এবার দেওয়া হয়েছে ডিরেক্টর অব সিকিউরিটির পদ। অন্যদিকে নগরপালের দায়িত্ব গ্রহণ করছেন আইপিএস সুপ্রতিম সরকার। এতদিন রাজ্য পুলিশের এডিজি (দক্ষিণবঙ্গ) দায়িত্ব সামলেছেন তিনি। এবার দায়িত্ব সামলাবেন এই শহরের পুলিশ কমিশনারের দায়িত্ব।