কলকাতা: আস্থায় জিতে কৃষি আইনের বিরুদ্ধে প্রস্তাব আনুক সরকার। বিধানসভায় এমনটাই দাবি তুলেছিল বাম ও কংগ্রেস। রাজ্য সরকার এবার বিধানসভায় বিশেষ অধিবেশন ডেকে কৃষি আইনের বিরুদ্ধে প্রস্তাব আনতে চলেছেন। আর সেই প্রসঙ্গ তুলেই আরও একবার রাজ্য সরকারকে বিঁধলেন বঙ্গ বিজেপি সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। পরামর্শের সুরে বলেন, “ভেবেচিন্তে ডাকুন, যদি অনাস্থা এসে যায় সরকারটাই পড়ে যাবে। যেভাবে বাম ও কংগ্রেস ধমকি দিচ্ছে সত্যি যদি ওটা করে তাহলে মে মাস পর্যন্ত সরকারটাই থাকবে না। আমরাও অনাস্থা আনতে পারি, আনার সম্ভাবনা রয়েছে।”
প্রসঙ্গত, কৃষি আইনের বিরোধিতায় ইতিমধ্যেই বেশ কয়েকটি অ-বিজেপি সরকার বিরোধিতা করে নিজেদের বিধানসভায় প্রস্তাব পাশ করিয়েছে। বাংলাতেও বাম ও কংগ্রেস একই দাবি তুলেছে। তাঁদের বক্তব্য, বিধানসভায় প্রথমে আস্থা ভোটের বন্দোবস্ত করা হোক, আর আস্থা ভোটে জিতে কেন্দ্রের নতুন কৃষি আইনের বিরুদ্ধে প্রস্তাব পাশ করাক সরকার। সোমবার নবান্ন সভাঘর থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন, কেন্দ্রীয় সরকারের বিতর্কিত তিনটি কৃষি আইনের বিরুদ্ধে অধিবেশন ডেকে প্রস্তাব আনা হবে। মঙ্গলবার সকালে সেন্ট্রাল পার্কে প্রাতঃভ্রমণে গিয়ে সেই ইস্যুতেই রাজ্য সরকারকে বিঁধলেন দিলীপ ঘোষ।
পাশাপাশি কৃষক সম্মান নিধি তিনি আরও বলেন, “দেরিতে হলেও সৎবুদ্ধি হয়েছে। বিদায়ের সময় যদি কৃষকদের কিছু পাওয়ার ব্যবস্থা করেন কমপক্ষে তাঁদের আশীর্বাদ পাবেন। এটা নিয়ে আমরা কয়েক বছর ধরেই চেঁচামেচি করছি কৃষক সম্মান নিধি দিতে এত দেরি হল কেন?” তাঁর দাবি, সারাদেশের ৯ কোটি কৃষক ১৪ হাজার টাকা করে পেয়ে গিয়েছে। বাংলায় এখনও বউনিও হল না। আমফান দুর্নীতি নিয়েও সরব হন তিনি। স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে বলেন, “স্বাস্থ্য সাথীর সাড়ে তিন কোটি কার্ড দিয়েছেন। কতজন লোক পেয়েছেন কেউ পায়নি। শুধুমাত্র ঘোষণা হয় মানুষ কোন লাভ পায় না।”
তবে মুখ্যমন্ত্রী জন্মদিনের শুভেচ্ছাও জানান তিনি। বলেন, “আমি মুখ্যমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি। ওঁ মুখ্যমন্ত্রী থাকুন বা প্রাক্তন মুখ্যমন্ত্রী থাকুন যেন ভালো থাকেন।”