কলকাতা: ফের শহরে অগ্নিকাণ্ড। মহেশতলার একটি বড় গোডাউনে আগুন লেগেছে (Maheshtala Fire)। ঘটনাস্থলে দমকলের ৬ টি ইঞ্জিন।
আজ বেলা ১১:৪৫টা নাগাদ মহেশতলার পালান ইন্ডাস্ট্রি নামক একটি শিল্প তালুকের কেমিক্যাল ফ্যাক্টরিতে ভয়াবহ আগুন লাগে। মুহূর্তের মধ্যে কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। গোডাউনের ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। দমকলের চারটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। তবে দাহ্য পদার্থ থাকায় আগুন ছড়িয়ে পড়তে থাকে দ্রুত।
শেষ পাওয়া খবর অনুযায়ী, আরও দুটি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে। আগুন নেভানোর চেষ্টা চলছে। ভিতরে বিস্ফোরণেরও শব্দ শোনা যাচ্ছে বলে প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন। এলাকা ঘিঞ্জি হওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আগুন ছড়িয়ে পড়়ার আশঙ্কা রয়েছে।
আশেপাশের ছোট-বড় অন্যান্য কারখানাগুলি থেকে সমস্ত শ্রমিকদেরকে বাইরে বার করে আনা হয়েছে। তবে স্থানীয়রা যেমনটা জানাচ্ছেন, ওই কেমিক্যাল ফ্যাক্টরিতে দুটি ভয়াবহ বিস্ফোরণের আওয়াজ পাওয়া যায়। তাতে পাঁচ জনের মতো আহত বলে জানা যাচ্ছে। আগুন এখনও পর্যন্ত নিয়ন্ত্রণে আসা সম্ভব হয়নি। এই শিল্পতালুকের আশেপাশে কোন জলাশয় পাওয়া যাচ্ছে না, তাই দমকলের আগুন বাগে আনতে সময় লাগছে। আরও পড়ুন: সল্টলেক: গ্যাসের পাইপ গুঁজে মুখ ঢোকানো প্লাস্টিকে! বাবা-মায়ের মৃত্যু যন্ত্রণা উপলব্ধি করতেই এই পথ বাছলেন যুবক?