কলকাতা: হাওড়ার সংগঠন ঠিক। একুশের নির্বাচনে হাওড়ার সব কটি সিটই পাবে তৃণমূল। দৃঢ় কন্ঠে বললেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)।
কিছুদিন ধরেই রাজীব বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক অবস্থান নিয়ে জোর জল্পনা চলছে রাজনৈতিক মহলে। ‘স্থাবকতা’র অভিযোগ দিয়ে শুরু করে ‘যত মত তত পথ’ জাতীয় রাজীবের একের পর এক মন্তব্যে গুঞ্জন তৈরি হয় বঙ্গ রাজনীতিতে। তড়িঘড়ি বৈঠক ডাকা হয় দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে। ছিলেন ভোট স্ট্র্যাটেজিস্ট প্রশান্ত কিশোরও। বৈঠক থেকে বেরিয়ে রাজীব বলেছিলেন, “আমাকে শুভেন্দুবাবুর সঙ্গে গোলাবেন না।”
উল্লেখ্য, সেসময় শুভেন্দু অধিকারীর রাজনৈতিক অবস্থান নিয়েও ছিল টানটান উত্তেজনা। পরিস্থিতি যে থিতিয়ে যায়নি, তা বোঝা যায় দুদিন আগের বালির এক সভাতেই। রক্তদান শিবিরের মঞ্চ থেকে রাজীব বলেন, “বেশ কয়েকজন নেতা দলের কর্মীদের চাকর বাকর ভেবে তাঁদের ভাবাবেগ নিয়ে খেলেন। তাঁদের জবাব কর্মীরাই দেবেন।” আবারও জলঘোলা শুরু হয়। এরপর শোনা যায়, হাওড়া জেলার দায়িত্ব ফিরহাদ হাকিমকে দিচ্ছেন ।
ফিরহাদ রাজীব ও হাওড়ার অপর এক নেতা অরূপ রায়ের সঙ্গে কথা বলেন। এই নিয়ে ফিরহাদ হাকিমকে এদিন প্রশ্ন করা হলে তিনি বলেন, “আমার দলের মধ্যে কার সঙ্গে কথা হয়েছে তা তো আমি প্রেসকে বলব না। কিন্তু হাওড়ার সংগঠন ঠিক আছে। আমরা হাওড়ার সব কটা সিটই পাব।”
একাধিক ক্যাবিনেট বৈঠকে রাজীবের অনুপস্থিতি নিয়েও এদিন প্রশ্ন করা হয় ফিরহাদকে। উত্তরে তিনি বলেন, “সেটা তাঁর ব্যক্তিগত ব্যাপার। এগুলো নিয়ে আমি কিছু বলব না। আমি ক্যাবিনেট চিফ নই। এগুলো তাঁদের ব্যক্তিগত ব্যাপার। হাওড়ার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে। আমাদের সংগঠন যথেষ্ট ভালো আছে। মমতা বন্দ্যোপাধ্যায় ভালো আছেন, বাকি সব ঠিক থাকবে।”
আরও পড়ুন: দাউ দাউ করে জ্বলছেন মহিলা, মুখে টু শব্দও নেই, খিদিরপুরে ভরদুপুরে ভয়ঙ্কর ঘটনা
হাওড়ার দায়িত্ব প্রসঙ্গে ফিরহাদ বলেন, “সেটা যদি দল দেয় আমি আপনাকে বলব কেন? আমরা সবাই সবকিছু দেখছি। আমরা দলের সক্রিয় কর্মী। নেত্রী যেখানে আদেশ দেবেন সেখানে দৌড়ে যাব। কমান্ডার যখন অর্ডার দেবেন সেটা কার্গিল না সিয়াচেন দেখব না, এগিয়ে যেতে হবে, লড়াই করব।”