‘খেলা হবে দিবস’ পালনের বিরোধিতা? শুভেন্দুর আর্জির পরই রাজ্যপালের দিল্লি সফর ঘিরে চর্চা তুঙ্গে

TV9 Bangla Digital | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Aug 11, 2021 | 11:44 AM

Jagdeep Dhankhar: এরপরই রাজ্যপালের দিল্লি সফর ঘিরে জল্পনা শুরু হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের অনুমান, শুভেন্দুর আর্জি নিয়েই রাজ্যপালের দিল্লির সফর।

খেলা হবে দিবস পালনের বিরোধিতা? শুভেন্দুর আর্জির পরই রাজ্যপালের দিল্লি সফর ঘিরে চর্চা তুঙ্গে
ফাইল ছবি

Follow Us

কলকাতা: ফের দিল্লি সফরে যাচ্ছেন রাজ্যপাল জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar)। ‘খেলা হবে দিবস’ পালনের বিরোধিতা করে গতকাল, মঙ্গলবারই রাজ্যপালের দ্বারস্থ হয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সঙ্গে ছিলেন মায়াপুর নবদ্বীপ মঠ, ভারত সেবাশ্রম সঙ্ঘ, মেচেদার জগন্নাথ মঠ সহ বিভিন্ন মঠের সন্ন্যাসীরা।

এরপরই রাজ্যপালের দিল্লি সফর ঘিরে জল্পনা শুরু হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের অনুমান, শুভেন্দুর আর্জি নিয়েই রাজ্যপালের দিল্লির সফর। দু’দিনের দিল্লি সফরে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে রাজ্যপালের সাক্ষাত্ হতে পারে বলে মনে করা হচ্ছে।

উল্লেখ্য, ১৬ অগস্ট ‘খেলা হবে দিবস’-এর প্রস্তুতি শুরু করে দিয়েছে তৃণমূল। তবে তৃণমূলকে এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ বিজেপি। ‘পশ্চিমবঙ্গ বাঁচাও’ কর্মসূচির ব্যানারে ১৩ অগস্ট ‘ক্রীড়া দিবস’ পালন করবে গেরুয়া শিবির। রাজ্যজুড়ে বিজেপির উদ্যোগে হবে ফুটবল ও কবাডি টুর্নামেন্ট।

তবে তৃণমূল কেন খেলা দিবস পালন করবে, তার বিরোধিতা করে মঙ্গলবারই রাজ্যপালের দ্বারস্থ হয়েছেন শুভেন্দু অধিকারী। তবে আরেকটি সূত্রের খবর, রাজ্যপালের সঙ্গে দেখা করে বেশকিছু রিপোর্ট তুলে ধরেন শুভেন্দু অধিকারী। তার মধ্যে রয়েছে বিজেপি কর্মীর স্ত্রীর গণধর্ষণের ঘটনা। সেই রিপোর্ট স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাতে তুলে দেবেন রাজ্যপাল জগদীপ ধনখড়। আরও পড়ুন: ‘রাতারাতি দেখলাম আমার দোকানটা তৃণমূলের দলীয় কার্যালয় হয়ে গেল…’

Next Article