Kolkata murder: প্রতিপদের রাতেই স্ত্রীকে কুপিয়ে খুন করে আত্মঘাতী স্বামী

Souvik Sarkar | Edited By: Sukla Bhattacharjee

Oct 16, 2023 | 12:42 AM

Kolkata murder: প্রতিবেশী কৃষ্ণা ও শুভেন্দুর মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। একবছর আগে তাঁরা রেজিস্ট করে বিয়ে করেন। কিন্তু, তাঁদের সম্পর্কের মধ্যে একটা টানাপোড়েন ছিল। তাই কৃষ্ণা ডিভোর্স ফাইল করেন। কিন্তু, শুভেন্দু ডিভোর্স দিতে চাইছিলেন না।

Kolkata murder: প্রতিপদের রাতেই স্ত্রীকে কুপিয়ে খুন করে আত্মঘাতী স্বামী
শুভেন্দু দাস ও কৃষ্ণা দাস।

Follow Us

কলকাতা: দীর্ঘদিন ধরেই প্রেম ছিল। তারপর দুই পরিবারের সম্মতিতে দুজনে রেজিস্ট্রি বিয়েও করে। তারপরই শুরু হয় গণ্ডগোল। এই বিয়ের বাঁধন থেকে মুক্তি পেতে চেয়েছিলেন কৃষ্ণা দে (২০)। কিন্তু, সেটা দিতে নারাজ ছিলেন কৃষ্ণার স্বামী ৩০ বছর বয়সি শুভেন্দু দাস। যা নিয়ে দুজনের মধ্যেকার সম্পর্ক আরও তিক্ততায় পৌঁছয়। এরপর প্রতিপদে নিজের বাড়িতেই খুন হলেন কৃষ্ণা। শুভেন্দুই কৃষ্ণার বাড়িতে ঢুকে তাঁকে কুপিয়ে হত্যা করে এবং তারপর বিষ খেয়ে নিজেও আত্মহত্যা করে। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে দক্ষিণ কলকাতার (Kolkata) হরিদেবপুরে।

পুলিশ জানায়, হরিদেবপুর সোদপুরের বাসিন্দা ছিল কৃষ্ণা দাস। তাঁর পাশের পাড়ারই বাসিন্দা শুভেন্দু দাস। রবিবার রাতে শুভেন্দু কৃষ্ণার বাড়িতে এসে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে নিজে বিষ খেয়ে আত্মহত্যা করেন বলে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে। দুজনেরই মৃত্যু হয়েছে। দেহ দুটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রতিবেশী কৃষ্ণা ও শুভেন্দুর মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। একবছর আগে তাঁরা রেজিস্ট করে বিয়ে করেন। কিন্তু, তাঁদের সম্পর্কের মধ্যে একটা টানাপোড়েন ছিল। তাই কৃষ্ণা ডিভোর্স ফাইল করেন। কিন্তু, শুভেন্দু ডিভোর্স দিতে চাইছিলেন না। এটা নিয়ে মাঝেমধ্যেই তাঁদের মধ্যে গণ্ডগোল বাঁধত। শুভেন্দু কৃষ্ণার বাড়িতে এসে অশান্তি করতেন বলে অভিযোগ। এরপর এদিন রাত ১০টা নাগাদ শুভেন্দু কৃষ্ণার বাড়িতে আসেন। তারপর কৃষ্ণা যে ঘরে ছিলেন, সেই ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেন এবং তাঁকে ধারাল অস্ত্র দিয়ে কোপান বলে অভিযোগ। কৃষ্ণার আর্ত চিৎকার শুনে তাঁর কাকা কোনরকমে ঘরের ভিতর ঢুকে দেখেন, রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন কৃষ্ণা এবং শুভেন্দুর হাতে ধারাল অস্ত্র। তারপর শুভেন্দুর মুখ থেকেও ফেনা বেরোতে থাকে। এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেহ দুটি উদ্ধার করে।

Next Article