Durga Puja 2023: আশা-নিরাশার থিম নিয়ে আসছে প্রতাপাদিত্য রোড ত্রিকোণ পার্ক

Sayanta Bhattacharya | Edited By: অবন্তিকা প্রামাণিক

Oct 16, 2023 | 7:00 AM

Durga Puja 2023: জীবনের বাঁকে বাঁকে লুকিয়ে রয়েছে আশা - নিরাশার দ্বন্দ্ব। দুর্গা প্রতিমার কাছে আমাদের চাওয়ার শেষ নেই। অন্যদিকে মায়েরও আশীর্বাদ দেওয়ার ব্যাপারে কখনও কার্পণ্যতা করেন না। আমরা যত চাই, মা যেন ততই দিয়ে থাকেন। কিন্তু তারপরেও কি প্রত্যাশাপূরণ হয়? ছোট ছোট অনেক প্রত্যাশা মানুষের মনে।

Durga Puja 2023: আশা-নিরাশার থিম নিয়ে আসছে প্রতাপাদিত্য রোড ত্রিকোণ পার্ক
প্রতাপাদিত্য রোড ত্রিকোণ পার্ক
Image Credit source: Tv9 Bangla

Follow Us

কলকাতা: জীবন অন্তহীন। জীবন চলমান। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, “আসা-যাওয়ার পথের ধারে,কেটেছে দিন গান গেয়ে মোর…”। এই নিরন্তর আসা-যাওয়ার কাহিনীর নাম জীবন। যা ছলনাময়ী এবং চঞ্চলা। আর এই ভাবনাই এবার ফুটে উঠেছে প্রতাপাদিত্য রোড ত্রিকোণ পার্কের থিমে।

জীবনের বাঁকে বাঁকে লুকিয়ে রয়েছে আশা – নিরাশার দ্বন্দ্ব। দুর্গা প্রতিমার কাছে আমাদের চাওয়ার শেষ নেই। অন্যদিকে মায়েরও আশীর্বাদ দেওয়ার ব্যাপারে কখনও কার্পণ্যতা করেন না। আমরা যত চাই, মা যেন ততই দিয়ে থাকেন। কিন্তু তারপরেও কি প্রত্যাশাপূরণ হয়? ছোট ছোট অনেক প্রত্যাশা মানুষের মনে।

প্রতিটি সময়, প্রতিটি ক্ষণে মানুষ মায়ের কাছে চেয়ে যাচ্ছেন। সেই গোটা বিষয়টিকে নিজেদের ভাবনার মাধ্যমে তুলে ধরেছে প্রতাপাদিত্য রোড ত্রিকোণ পার্ক। এক অসামান্য শিল্পের ছোঁয়ার মাধ্যমে এই গোটা ভাবনা মানুষের কাছে পেশ করতে চলেছে এই পুজো কমিটি।

ভাবনা তুলে ধরতে ব্যবহার করা হয়েছে একাধিক জলের কল। যেখান থেকে টপ টপ করে একটা একটা করে জলের বিন্দু পড়বে। আর সেই বিন্দু জমে জমে জল ভরবে। জলের সেই বিন্দু গুলি হচ্ছে মানুষের মনের চাওয়া। যা কখনই শেষ হবে না। যে পাত্র থাকবে, সেটি ভরে উপচে পড়বে। কিন্তু জলের সেই বিন্দু বা মানুষের প্রত্যাশা শেষ হবে না। প্রতীকী রূপে ব্যবহার করা হয়েছে একটি সিঁড়ি। যা মানুষের জীবন চক্রের সঙ্গে তুলনা করা হয়েছে।

এছাড়াও মাতৃ প্রতিমা যেখানে, সেখান থেকে জলের স্রোত নেমে আসছে। অর্থাৎ সেটাকে দেখানো হয়েছে মায়ের আশীর্বাদ স্বরূপ। গোটা বিষয়টি এক অসাধারণ শিল্পের বহিঃপ্রকাশ। লোহার কাঠামো,মাটির পাত্র,জলের কল, পাইপ,বেত সহ একাধিক উপকরণ দিয়ে সাজিয়ে তোলা হয়েছে মণ্ডপ।

Next Article