Mamata Banerjee: ‘বাংলা মনে করছে কোথাও কোথাও মমতাদি হারিয়ে যাচ্ছেন’, মুখ্যমন্ত্রীকে বললেন ‘বক্সিদা’

Pradipto Kanti Ghosh | Edited By: সঞ্জয় পাইকার

Oct 16, 2023 | 5:28 PM

পায়ে চোটের কারণে বিদেশ সফর থেকে ফিরে এক প্রকাশ গৃহবন্দি মুখ্যমন্ত্রীর। দলীয় কর্মসূচি হোক বা রাজ্যের প্রশাসনিক কর্মকাণ্ড। ভার্চুয়ালি অংশ নিলেও সরাসরি থাকতে পারেননি তিনি। মমতার অনুপস্থিতিতে তৈরি হওয়া শূন্যতার কথা বোঝাতেই কি এহেন মন্তব্য করলেন মমতার ‘বক্সিদা’? না এই মন্তব্যের পিছনে আরও গভীর কোনও কারণ রয়েছে, তা নিয়েও জল্পনা চলছে রাজনৈতিক মহলে।

Mamata Banerjee: ‘বাংলা মনে করছে কোথাও কোথাও মমতাদি হারিয়ে যাচ্ছেন’, মুখ্যমন্ত্রীকে বললেন ‘বক্সিদা’
মমতা ও বক্সি
Image Credit source: facebook

Follow Us

কলকাতা: পায়ে চোটের কারণে গৃহবন্দি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সে জন্য কলকাতা এবং জেলার বিভিন্ন দুর্গাপুজো ভার্চুয়ালি উদ্বোধন করছেন তিনি। রবিবারও কলকাতার ১৭টি পুজোর উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী। রবিবার উদ্বোধনের তালিকার একেবারে শেষে ছিল দক্ষিণ কলকাতা সার্বজনীন দুর্গাপুজো কমিটির পুজো। সেই পুজোর অন্যতম উদ্যোক্তা তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি। উদ্বোধনের ফাঁকে দীর্ঘদিনের লড়াইয়ের সঙ্গী সুব্রত মমতাকে যা বললেন তা নিয়ে আলোচনায় মেতেছে রাজনৈতিক বিশ্লেষক মহল।

রবিবার দক্ষিণ কলকাতা দুর্গাপুজো কমিটির পুুজোর উদ্বোধনে শুরুতেই সেখানে উপস্থিত সকলকে অভিনন্দন জানান মমতা। এর পর সুব্রত বক্সির থেকে জানতে চান, “বক্সিদা আপনার পাড়ার পুজোর উদ্বোধন কবে আছে?” এর উত্তর মুখ্যমন্ত্রীকে দেন সুব্রত বক্সি। তার পরই তিনি বলেছেন, “আপনার দ্রুত সুস্থতা কামনা করি। কারণ বাংলার মানুষ আপনার দিকে তাকিয়ে আছে। স্বাভাবিক ভাবেই বাংলা মনে করছে কোথাও কোথাও মমতাদি হারিয়ে যাচ্ছেন। আপনি আবার চলতে আরম্ভ করলে আমরা আবার বাংলার মানুষকে ঐক্য বদ্ধ করে এগিয়ে যেতে পারব।”

পায়ে চোটের কারণে বিদেশ সফর থেকে ফিরে এক প্রকাশ গৃহবন্দি মুখ্যমন্ত্রীর। দলীয় কর্মসূচি হোক বা রাজ্যের প্রশাসনিক কর্মকাণ্ড। ভার্চুয়ালি অংশ নিলেও সরাসরি থাকতে পারেননি তিনি। মমতার অনুপস্থিতিতে তৈরি হওয়া শূন্যতার কথা বোঝাতেই কি এহেন মন্তব্য করলেন মমতার ‘বক্সিদা’? না এই মন্তব্যের পিছনে আরও গভীর কোনও কারণ রয়েছে, তা নিয়েও জল্পনা চলছে রাজনৈতিক মহলে। তাহলে কি মমতার অনুপস্থিতিতে অভিষেক-সহ অন্যান্যর তৃণমূলের কর্মসূচিতে গতি আনতে পারছেন না? বক্সির এই মন্তব্য থেকে এই দৃষ্টিকোণও খোঁজার চেষ্টা করছেন বিশ্লেষকদের একাংশ।

Next Article