AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kalipuja 2023: আলোর উৎসবে কোনও বেয়াদপি বরদাস্ত নয়, শহরে নামছে কলকাতা পুলিশের বিশাল ফোর্স

Kalipuja 2023: শহরের বড় বড় আবাসনের কমিটির সঙ্গে ইতিমধ্যেই স্থানীয় থানার তরফে বৈঠক করা হয়েছে। কী কী বিষয়ে সতর্ক থাকতে হবে সে বিষয়ে বলা হয়েছে কলকতা পুলিশের তরফে। বিশেষ করে শব্দবাজি এবং আতসবাজি নিয়ে সতর্ক করা হচ্ছে। গত ২ নভেম্বর থেকেই শহরের বিভিন্ন প্রবেশ ও বেরোনোর পয়েন্টগুলিতে নাকা তল্লাশি চলছে।

Kalipuja 2023: আলোর উৎসবে কোনও বেয়াদপি বরদাস্ত নয়, শহরে নামছে কলকাতা পুলিশের বিশাল ফোর্স
কলকাতা পুলিশImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Nov 09, 2023 | 6:41 PM
Share

কলকাতা: দীপান্বিতা কালীপুজোয় শহরে বাড়ছে নিরাপত্তা। কালীপুজোয় অতিরিক্ত প্রায় ৫ হাজার পুলিশ মোতায়ন করা হবে। ১৩ নভেম্বর প্রতিমা নিরঞ্জন। সেদিন মোতায়েন থাকবে প্রায় ৬ হাজার পুলিশ। কালীপুজোর নিরাপত্তায় ২১ জন ডিসি পদমর্যাদার অফিসার রাস্তায় থাকবেন। ৩৫ জন এসি পদমর্যাদার অফিসার রাস্তায় থাকবেন। শহরের ঐতিহ্যবাহী যেসব কালীমন্দির আছে, সেখানে অতিরিক্ত বাহিনী মোতায়ন রাখবে কলকাতা পুলিশ।

শহরের বড় বড় আবাসনের কমিটির সঙ্গে ইতিমধ্যেই স্থানীয় থানার তরফে বৈঠক করা হয়েছে। কী কী বিষয়ে সতর্ক থাকতে হবে সে বিষয়ে বলা হয়েছে কলকতা পুলিশের তরফে। বিশেষ করে শব্দবাজি এবং আতসবাজি নিয়ে সতর্ক করা হচ্ছে।

গত ২ নভেম্বর থেকেই শহরের বিভিন্ন প্রবেশ ও বেরোনোর পয়েন্টগুলিতে নাকা তল্লাশি চলছে। বাইরে থেকে কোনও বেআইনিভাবে শব্দবাজি ঢুকছে কি না তার উপরেও নজরদারি চালানো হচ্ছে। শহরে যে সমস্ত বাজিবাজার চলছে, সেখানে কী ধরনের বাজি বিক্রি হচ্ছে তা নিয়েও কলকাতা পুলিশের টিম নজরদারি চালাচ্ছে।