AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Firhad Hakim: ‘আন্দোলন করে সুুপ্রিম কোর্টের রায় বদলাবে না’, চাকরিহারাদের আন্দোলনকে ‘নাটক’ বলে কটাক্ষ ফিরহাদের

Firhad Hakim: বিগত কয়েকদিন ধরেই বিকাশ ভবনের সামনে চাকরি ফেরানোর দাবিতে একটানা আন্দোলন করে যাচ্ছেন চাকরিহারারা। দফায় দফায় উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকায়। পুলিশের সঙ্গে তুমুল ধস্তাধস্তির ছবিও দেখা গিয়েছে।

Firhad Hakim: ‘আন্দোলন করে সুুপ্রিম কোর্টের রায় বদলাবে না’, চাকরিহারাদের আন্দোলনকে ‘নাটক’ বলে কটাক্ষ ফিরহাদের
ফিরহাদ হাকিম Image Credit: TV 9 Bangla
| Edited By: | Updated on: May 17, 2025 | 3:50 PM
Share

কলকাতা: বিকাশ ভবনের সামনে চাকরিহারাদের আন্দোলনকে ‘নাটক’ বলে কটাক্ষ কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের। “বিকাশ ভবনে আন্দোলন করে সুুপ্রিম কোর্টের রায় বদলাবে না”, সাফ কথা রাজ্যের পুরমন্ত্রীর। তিনি বলেন, “সুপ্রিম কোর্টের রায় শুধু সুপ্রিম কোর্টেই বদলাতে পারে। সুতরাং এটা নাটক হচ্ছে। প্ররোচনায় পা দিয়ে ওরা নাটক করছে।” ফিরহাদের এ মন্তব্যেই নতুন করে ক্ষোভের সঞ্চার আন্দোলনকারীদের মধ্যে। 

প্রসঙ্গত, বিগত কয়েকদিন ধরেই বিকাশ ভবনের সামনে চাকরি ফেরানোর দাবিতে একটানা আন্দোলন করে যাচ্ছেন চাকরিহারারা। দফায় দফায় উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকায়। পুলিশের সঙ্গে তুমুল ধস্তাধস্তির ছবিও দেখা গিয়েছে। ঝরেছে রক্ত। এবার ফিরহাদের মন্তব্যে নতুন চাপানউতোর। এক চাকরিহারা শিক্ষক খোঁচা দিয়ে বলছেন, “যিনি এ কথা বলছেন তিনি তো সরকারের পদাধিকারী। আর আমরা তো সরকারের কিছু নেতা-মন্ত্রীর দুর্নীতির জন্য আমরা এখানে আছি তা তিনি ভাল করেই জানেন। তিনি নিশ্চয় চাইবেন যোগ্যরা চাকরি ফেরত পাক। তিনিও নিশ্চয় এ ব্যাপারে উদ্যোগী হবেন।”

পাল্টা ফিরহাদ হাকিমের বিরুদ্ধে তোপ দেগেছেন বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। খোঁচা দিয়েই তিনি বলেন, “ফিরহাদ হাকিম যদি কোনও চাকরির পরীক্ষা দিতেন তাহলে বুঝতেন এসএসসি-র মতো পরীক্ষা দেওয়া কতটা কঠিন। আর সেই চাকরি যদি পরবর্তীতে সরকারের ভুলে চলে যায় তাহলে ফিরহাদ হাকিমরা সমস্যাটা বুঝতে পারতেন। ওরা বুঝতে পারছেন না, তাই নাটকটা ওরাই করছেন।” তোপ দেগেছেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যও। তিনি বলছেন, “প্রশাসন যদি দুর্নীতির সঙ্গে যুক্ত। তাই তার বিরুদ্ধে যে কোনও লড়াইকেই তাঁরা নাটক বলবে।”