Firhad Hakim: দুপুরে বিরক্ত মমতা, রাতেই গঙ্গা পাড়ে সাফাই অভিযানে মেয়র ফিরহাদ

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Nov 22, 2022 | 11:04 AM

Firhad Hakim: গতকাল প্রশাসনিক বৈঠকে গঙ্গা পাড়ের আবর্জনা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী। তারপর রাতেই সাফাই অভিযানে নামে মেয়র ফিরহাদ হাকিম।

Firhad Hakim: দুপুরে বিরক্ত মমতা, রাতেই গঙ্গা পাড়ে সাফাই অভিযানে মেয়র ফিরহাদ
নিজস্ব ছবি

Follow Us

কলকাতা: সোমবার নবান্ন থেকে প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এই বৈঠক থেকেই বিভিন্ন বিষয় নিয়ে কড়া বার্তা দেন তিনি। রাজ্যের বিভিন্ন হাসপাতালের ‘রেফার রোগ’ নিয়ে সরব হওয়ার পাশাপাশি একাধিক বিষয় তুলে ধরেন মমতা বন্দ্যোপাধ্যায়। একাধিক বিষয়ে অসন্তোষও প্রকাশ করেন। কলকাতা শহরের সৌন্দর্যায়নের বিষয়ে রক্ষণাবেক্ষণ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি। তিনি পুরনিগমকে প্রিন্সেপ ঘাট এলাকা সাফাইয়ের নির্দেশ দেন। একঘর আমলা ও আধিকারিকদের সামনেই গঙ্গা পাড়ের আবর্জনা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী। তারপরই রাতারাতি সাফাই অভিযানে নামলেন মেয়র তথা রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম।

গতকাল নবান্নে প্রশাসনিক বৈঠকে পরোক্ষভাবে মুখ্যমন্ত্রী ইঙ্গিত দেন তিনি পুরসভার কাজে খুশি নন। একঘর আমলাদের সামনেই ফিরহাদকে তিরস্কার করেন তিনি। প্রিন্সেপ ঘাট এবং সংলগ্ন এলাকার অপরিচ্ছন্ন অবস্থা নিয়ে গতকাল কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকে ধমকও দেন মুখ্যমন্ত্রী। গতকাল বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, ‘আমাকে রোজ রোজ বলতে হবে কেন? কেন রোজ মনিটরিং হবে না? উদ্যানের মেয়র পারিষদের এটা দেখা উচিত নয়? যেন বাচ্চা ছেলে। রোজ ললিপপ দিতে হবে।’ এরপরেই রাতে গঙ্গার ঘাটে ছুটে গেলেন মেয়র। আর মুখ্যমন্ত্রীর তিরস্কারে অপ্রস্তুত হয়ে পড়েন তাঁর আস্থা ভাজন ফিরহাদ হাকিম। আর মুখ্যমন্ত্রীর কাছে ল্যাজে গোবরে হওয়ার পরই সোমবার রাতেই সাফাই অভিযানে নামেন মেয়র।

রাতেই সপার্ষদ গঙ্গা পাড়ে হাজির হন কলকাতার মেয়র। কোথায় কীভাবে আবর্জনা পড়ে রয়েছে সেসব দেখতে গিয়ে নিজের হাতে কাগজের কাপ তুলে ডাস্টবিনেও ফেলেন পুরমন্ত্রী। আশা করা হচ্ছে, সোমবার মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর আজ মঙ্গলবার সকাল থেকেই কলকাতা পুরসভার সাফাই কর্মীদের গঙ্গার পাড়ে বিশেষ অভিযানে নামিয়ে দেওয়া হবে। প্রিন্সেপ ঘাট, বাবুঘাট, মিলেনিয়াম পার্ক অঞ্চলে আগামী কয়েক দিন জোরদার সাফাই অভিযান চলতে পারে। রং চটা দেওয়াল কিংবা গ্রিলে নতুন রং এর পোচ পড়বে বলেও মনে করা হচ্ছে। শুধু হুগলি নদীর এপার নয় ওপারেও মেকওভারের ব্যবস্থা করতে পারে পুর দফতর।

Next Article