Kolkata Metro: গঙ্গার নীচ দিয়ে আপনি কবে যেতে পারবেন? দুর্দান্ত খবর আনল মেট্রো

Sayanta Bhattacharya | Edited By: Soumya Saha

Nov 02, 2023 | 9:50 PM

Kolkata Metro: শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখতে বৃহস্পতিবার হাওড়া ময়দান স্টেশনে যান কলকাতা মেট্রোর শীর্ষ কর্তারা। হাওড়া ময়দান স্টেশন ও গঙ্গার নীচের টানেল ঘুরে দেখেন কলকাতা মেট্রোর জেনারেল ম্যানেজার পি উদয়কুমার রেড্ডি। মেট্রো ও কেএমআরসিএল-এর অন্যান্য শীর্ষ কর্তারাও ছিলেন তাঁর সঙ্গে।

Kolkata Metro: গঙ্গার নীচ দিয়ে আপনি কবে যেতে পারবেন? দুর্দান্ত খবর আনল মেট্রো
কলকাতা মেট্রোর কাজ চলছে জোরকদমে
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: গঙ্গার নীচ দিয়ে মেট্রো পরিষেবা দ্রুত চালু করে দিতে তৎপর কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ। এখনও পর্যন্ত যা খবর, তাতে আগামী বছরের শুরুতেই যাতে যাত্রীদের নিয়ে এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত মেট্রো ছুটতে পারে, সেই টার্গেট নিয়ে এগোচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। ইতিমধ্যেই বেশ কয়েক দফা ট্রায়াল রান হয়ে গিয়েছে। শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখতে বৃহস্পতিবার হাওড়া ময়দান স্টেশনে যান কলকাতা মেট্রোর শীর্ষ কর্তারা। হাওড়া ময়দান স্টেশন ও গঙ্গার নীচের টানেল ঘুরে দেখেন কলকাতা মেট্রোর জেনারেল ম্যানেজার পি উদয়কুমার রেড্ডি। মেট্রো ও কেএমআরসিএল-এর অন্যান্য শীর্ষ কর্তারাও ছিলেন তাঁর সঙ্গে। কোথায় কী কাজ বাকি রয়েছে, সেই সব আজ সরেজমিনে ঘুরে দেখেন তাঁরা।

এর পাশাপাশি মহাকরণ, হাওড়া ময়দান, হাওড়া স্টেশন, প্লাটফর্মের টিকিট কাউন্টার, যাত্রীদের আসা-যাওয়ার পথ, টিকিট গেট সব খতিয়ে দেখেন তাঁরা। কলকাতা মেট্রোর জেনারেল ম্যানেজার পি উদয়কুমার রেড্ডি এদিন আশ্বস্ত করেন যে কমিশনার অব রেলওয়ে সেফটির তরফে স্টেশনগুলি ও গঙ্গার নীচের টানেল খতিয়ে দেখার পরই ছাড়পত্র এসে যাবে।

প্রায় ৪.৮ কিলোমিটার পথ অতিক্রম করে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত গঙ্গার নীচ দিয়ে মেট্রোর লাইন। তার মধ্যে ৫২০ মিটার পথ গঙ্গার নীচের টানেল। গঙ্গা বঙ্গ থেকে ১৩ মিটার নীচ দিয়ে গিয়েছে এই টানেল। মেট্রো কর্তাদের দাবি, প্রায় ৭০ কিলোমিটার প্রতি ঘণ্টার বেগে মেট্রো ছুটবে এখান দিয়ে। যদিও সর্বোচ্চ গতি তোলার ক্ষমতা আরও বেশি, ৮০ কিলোমিটার প্রতি ঘণ্টা।

উল্লেখ্য, বছর ঘুরলেই লোকসভা ভোট। তার আগে এই গঙ্গার নীচ দিয়ে মেট্রো চালু হয়ে গেলে, তা কেন্দ্রের কাছে একটা তুরুপের তাস হয়ে উঠতে পারে বলেই মনে করছে রাজনৈতিক মহল। সব ঠিকঠাক থাকলে, আগামী বছরের শুরুতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে চালু হয়ে যেতে পারে হাওড়া ময়দান – এসপ্ল্যানেড মেট্রো লাইন।

Next Article