কলকাতা : মেট্রো রেলের তরফে এবার নয়া পদক্ষেপ। আগামী মাসে আরও বেশি মেট্রো চলবে শহরে। বাড়তি মেট্রো পরিষেবা দেওয়া হয়ে কবি সুভাষ থেকে দমদম পর্যন্ত রুটে। ১ জুলাই থেকে শুরু হবে এই বাড়তি মেট্রো রেল পরিষেবা। কবি সুভাষ থেকে দমদম রুটে এখন ২৮২ টি মেট্রো রেল চলাচল করে। আগামী মাসে তা বাড়িয়ে ২৮৮ টি মেট্রো পরিষেবা চালানোর সিদ্ধান্ত নিয়েছে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ। প্রতি পাঁচ মিনিট অন্তর মিলবে পরিষেবা। তবে শনিবার ও রবিবার পরিষেবা অপরিবর্তিত থাকবে। এছাড়াও কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো রেল পরিষেবা চালু থাকবে ১৭২ টি। শনিবার কলকাতা মেট্রো রেলের তরফে এই কথা জানানো হয়েছে।
শহরের লাইফ লাইন হল কলকাতা মেট্রো। প্রতিদিন বহু মানুষ কলকাতার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়ার জন্য মেট্রো রেল ব্যবহার করেন। শহরের যানজট এড়িয়ে খুব কম সময়ের মধ্যে গন্তব্যে পৌঁছে যাওয়া যায় মেট্রোর মাধ্যমে। যাত্রী স্বাচ্ছন্দকে বরাবরই বাড়তি গুরুত্ব দিয়ে এসেছে কলকাতা মেট্রো। পরিষেবা আরও উন্নত করার জন্য এবার আরও বাড়ানো হচ্ছে মেট্রোর সংখ্যা। ১ জুলাই থেকে কবি সুভাষ থেকে দমদমের মধ্যে ২৮৮ টি মেট্রো রেল চলাচল করবে।
উল্লেখ্য, বিভিন্ন বিশেষ দিনে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে বাড়তি পরিষেবা দেওয়া হয়ে থাকে। যেমন ১৯ জুন পশ্চিমবঙ্গের সিভিল সার্ভিসেস-এর প্রিলিমিনারি পরীক্ষা ছিল। সেই পরীক্ষার জন্যও কলকাতা মেট্রো রেলের তরফে পরিষেবা বাড়ানো হয়েছিল। পরীক্ষা ছিল ১৯ জুন। রবিবার। সাধারণত রবিবার ১৩০ টি পরিষেবা চালু থাকে। তবে ওইদিনে পরীক্ষার্থীদের সুবিধার কথা মাথায় রেখে ১৩৪ টি মেট্রো চালানো হয়েছিল। এর মধ্যে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো চলেছিল ১২৯ টি। এবার যাত্রী পরিষেবার ক্ষেত্রে মান আরও বাড়ানোর জন্য কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে আরও মেট্রো বাড়ানো হচ্ছে।