Kolkata Metro: সপ্তাহান্তের সকালে কবি সুভাষ পর্যন্ত যাবে না কোনও মেট্রো, দেখে নিন পরিবর্তিত সূচি

Aritra Ghosh | Edited By: Soumya Saha

May 12, 2023 | 6:01 PM

Kolkata Metro: মেট্রোর তরফে জানানো হয়েছে, আগামিকাল সকালে কবি সুভাষ থেকে মহানায়ক উত্তম কুমার পর্যন্ত কোনও মেট্রো চলাচল করবে না। সকাল ৬ টা ৫০ থেকে বেলা ১০ টা পর্যন্ত মহানায়ক উত্তম কুমার থেকে কবি সুভাষ পর্যন্ত কোনও মেট্রো পরিষেবা পাওয়া যাবে না।

Kolkata Metro: সপ্তাহান্তের সকালে কবি সুভাষ পর্যন্ত যাবে না কোনও মেট্রো, দেখে নিন পরিবর্তিত সূচি
কলকাতা মেট্রো

Follow Us

কলকাতা: সপ্তাহান্তে মেট্রো যাত্রীদের ভোগান্তির আশঙ্কা। আগামিকাল, শনিবার (১৩ মে) সকালে কবি সুভাষ পর্যন্ত চলাচল করবে না মেট্রো রেল (Kolkata Metro)। মেট্রোর তরফে জানানো হয়েছে, আগামিকাল সকালে কবি সুভাষ (Kavi Subhas) থেকে মহানায়ক উত্তম কুমার (Mahanayak Uttam Kumar) পর্যন্ত কোনও মেট্রো চলাচল করবে না। সকাল ৬ টা ৫০ থেকে বেলা ১০ টা পর্যন্ত মহানায়ক উত্তম কুমার থেকে কবি সুভাষ পর্যন্ত কোনও মেট্রো পরিষেবা পাওয়া যাবে না। ওই সময়টুকু দক্ষিণেশ্বর বা দমদম থেকে মহানায়ক উত্তম কুমারের মধ্যে চলাচল করবে মেট্রোর রেকগুলি। বেলা ১০ টার পর থেকে অবশ্য আবার সব মেট্রো পরিষেবা স্বাভাবিক হয়ে যাবে এবং কবি সুভাষ থেকে সব মেট্রো পরিষেবা নির্ধারিত সূচি অনুযায়ী পাওয়া যাবে।

মেট্রোর তরফে জানানো হয়েছে, আগামিকাল ও রবিবার মহানায়ক উত্তম কুমার ও কবি সুভাষ স্টেশনের মাঝে মেট্রোর রক্ষণাবেক্ষণের কাজ চলবে। সেই কারণে সকালের দিকে কবি সুভাষ থেক মহানায়ক উত্তম কুমার পর্যন্ত পরিষেবা বন্ধ থাকবে। এর পাশাপাশি রবিবারও সকালে কবি সুভাষ থেকে মহানায়ক উত্তম কুমার পর্যন্ত মেট্রোর রক্ষণাবেক্ষণের কাজ চলবে। সেই কারণে, ওইদিনও সকাল ৯টা থেকে ১০ টা পর্যন্ত কবি সুভাষ থেকে মহানায়ক উত্তম কুমার পর্যন্ত মেট্রোর পরিষেবা বন্ধ থাকবে। রবিবার সকালের ওই প্রথম এক ঘণ্টা সময়ে দমদম বা দক্ষিণেশ্বর থেকে মহানায়ক উত্তম কুমার পর্যন্ত চলাচল করবে মেট্রো। তারপর আবার স্বাভাবিক হয়ে যাবে পরিষেবা এবং কবি সুভাষ পর্যন্ত নির্ধারিত সূচি অনুযায়ী চলাচল করবে মেট্রোর রেক।

কলকাতা মেট্রোর তরফে মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, যাতে মেট্রোযাত্রীর সমস্যা কম হয়, সেই কারণে সপ্তাহান্তে এই রক্ষণাবেক্ষণের কাজের দিন স্থির করা হয়েছে। মেট্রোর তরফে আরও জানানো হয়েছে, কবি সুভাষ থেকে মহানায়ক উত্তম কুমার পর্যন্ত মেট্রো চলাচল সম্পূর্ণ নিরাপদ রয়েছে। এই নিয়ে কোনওরকম গুজবে কান না দেওয়ার জন্য মেট্রো যাত্রীদের পরামর্শ দিয়েছেন মুখ্য জনসংযোগ আধিকারিক।

Next Article