কলকাতা: শুরু হয়ে গিয়েছে দুইমাসের ক্রিকেট কার্নিভাল (IPL 2023)। ক্রিকেট জ্বরে কাবু তিলোত্তমাও। বৃহস্পতিবার চলতি মরশুমে কেকেআর-এর (Kolkata Knight Riders) প্রথম হোম ম্যাচ। কাল সন্ধে সাড়ে সাতটা থেকে শুরু হবে ইডেনের ম্যাচ। শেষ হতে হতে রাত প্রায় সাড়ে ১১টা। কাতারে কাতারে মানুষ বিকেল থেকে ভিড় জমাবেন ইডেনের গ্যালারিতে। গলা ফাটাবেন নারিন, শাকিব, নীতীশ রানাদের জন্য। কিন্তু ম্যাচ শেষে ফিরবেন কীভাবে? সেই মুশকিল আসানে এবার এগিয়ে এল কলকাতা মেট্রো (Kolkata Metro)। কলকাতার ক্রিকেটপ্রেমীদের জন্য বিশেষ মেট্রো পরিষেবা চালাবে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ। শুধু বৃহস্পতিবার রাতের ম্যাচেই নয়, ইডেনে প্রত্যেকটি রাতের ম্যাচের দিনই থাকবে এই বিশেষ মেট্রো পরিষেবা। ৬ এপ্রিল, ১৪ এপ্রিল, ২৩ এপ্রিল, ৮ মে, ১১ মে এবং ২০ মে রাতের ম্যাচগুলি শেষে ইডেনে খেলা দেখতে আসা ক্রিকেটপ্রেমীদের জন্য বিশেষ মেট্রো চালাবে কলকাতা মেট্রো।
ওই দিনগুলিতে মধ্যরাতে বিশেষ একজোড়া মেট্রো চালানো হবে। এসপ্ল্যানেড স্টেশন থেকে ছাড়বে এই মেট্রোগুলি। এসপ্ল্যানেড থেকে রাত ১২টা ১৫ মিনিটে ছাড়বে মেট্রো। একটি যাবে দক্ষিণেশ্বরের দিকে এবং অপরটি যাবে কবি সুভাষের দিকে। উভয় দিকেই মেট্রোগুলি নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাবে রাত ১২ টা ৪৮ মিনিটে। সেই কারণে খেলার দিনগুলিতে গভীর রাত পর্যন্ত এসপ্ল্যানেড মেট্রো স্টেশনের টিকিট কাউন্টারও খোলা থাকবে। স্মার্ট কার্ড ও টোকেন উভয়ই পাওয়া যাবে রাতে ফেরার সময়। অর্থাৎ, ম্যাচ দেখে বাড়ি ফেরা নিয়ে আর দুশ্চিন্তার কোনও কারণ থাকছে না। কারণ, মাঝরাতেও আপনার জন্য এসপ্ল্যানেড স্টেশনে অপেক্ষায় থাকবে কলকাতা মেট্রো।
প্রসঙ্গত, এর আগেও বিভিন্ন সময়ে বিশেষ বিশেষ দিনগুলিতে কলকাতা মেট্রোর তরফে যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে বিশেষ মেট্রো পরিষেবা চালানো হয়। যেমন দুর্গাপুজোর সময়ে, বা বইমেলার সময়ে, এমনকী যুবভারতীতে গুরুত্বপূর্ণ ফুটবল ম্যাচের সময়েও বিশেষ মেট্রো পরিষেবা দিয়েছে কলকাতা মেট্রো।