কলকাতা: কবি সুভাষ (Kavi Subhash) থেকে হেমন্ত মুখোপাধ্যায় (Hemanta Mukhopadhyay) রুটে মেট্রোর ট্রায়ালরান সফল হল। সোমবার ও মঙ্গলবার এই দু’দিন মেট্রোর মহড়া দৌড় হয়। সফলভাবে মেট্রোর বাণিজ্যিক পরিষেবা দিতে যাতে সমস্ত যন্ত্রপাতি সচল থাকে এবং কর্মীরা প্রস্তুত থাকেন তার জন্য অরেঞ্জ লাইনে কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় স্টেশন অবধি নিয়মিত ট্রায়াল রান চালানো হচ্ছে। মেট্রো রেল সূত্রে খবর, রাজারহাট প্রকল্প হয়ে কবি সুভাষ থেকে বিমানবন্দর পর্যন্ত এই ৫.৪ কিমি রুট চালু হওয়ার জন্য প্রস্তুত। সেই কারণে প্রতিটি বিষয় তদারকি করা হচ্ছে।
মেট্রো কর্তৃপক্ষ পরপর দু’দিন এই ট্রায়াল রান চালায়। এই ট্রায়াল রানের সময় রেলের ট্র্যাক,পাওয়ার সাপ্লাই, রেকের সঠিক ডকিং, স্টেশন কর্মীদের প্রতিক্রিয়া ইত্যাদি সমস্ত বিষয় পরীক্ষা করার জন্য মেধা এসি রেক (নং ৪১৬) দিয় দশ রাউন্ডের মতো মেট্রো চালানো হয়েছিল। এই ট্রায়ল রেকগুলি মধ্যবর্তী স্টেশনে না থামলেও কিছু সময় সমস্ত স্টেশনগুলিতে থামে এবং এক টার্মিনাল থেকে অন্য টার্মিনালে চলে যায়।
এ দিনের, ট্রায়াল রানের পর মেট্রো পরিষেবা চালুর দায়িত্বপ্রাপ্ত সংস্থা রেল বিকাশ নিগম লিমিটেডের তরফে জানানো হয়েছে,সব কিছু ঠিক থাকলে চলতি বছরের শেষেই যাত্রীদের জন্য মেট্রো চালানো সম্ভব হবে।
এই রুটে কী কী স্টেশন থাকছে?
কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় পর্যন্ত প্রায় সাড়ে পাঁচ কিলোমিটার যাত্রাপথে থাকছে পাঁচটি স্টেশন। কবি সুভাষ,সত্যজিৎ রায়, জ্যোতিরিন্দ্র নন্দী,কবি সুকান্ত এবং হেমন্ত মুখোপাধ্যায়।