কলকাতা: দুর্গাপুজোর কয়েকদিন কলকাতা মেট্রোতে উপচে পড়েছিল ভিড়। এবার দুর্গাপুজো কার্নিভাল। মঙ্গলবার সেই কার্নিভালের জন্য এবার বাড়তি মেট্রো চলবে। রাজ্য সরকারের অনুরোধ মেনে এই সিদ্ধান্ত নিল কলকাতা মেট্রো।
প্রতিদিন রাত ৯টা ৪০ মিনিট নাগাদ কবি সুভাষ এবং দমদম, দুটি প্রান্তিক স্টেশন থেকে শেষ মেট্রো ছাড়ে। এর এক ঘণ্টা পর অর্থাৎ ১০টা ৪০ মিনিট নাগাদ বিশেষ মেট্রো প্রতিদিন ছাড়া হয়। কিন্তু কার্নিভালের জন্য ৯টা ৪০ মিনিটের মেট্রোর পর রাত ১০টা, ১০টা ২০ মিনিট এবং ১১টা নাগাদ দুই প্রান্তের দুটি প্রান্তিক স্টেশন থেকে মেট্রো ছাড়া হবে। অর্থাৎ তিন জোড়া মেট্রো বাড়তি দেওয়া হল মেট্রো কর্তৃপক্ষের তরফে। এর মাঝে ১০টা ৪০ মিনিটের বিশেষ মেট্রো যেমন চলে সেভাবেই চলবে। তার কোনও পরিবর্তন হচ্ছে না।
প্রতি বছর দুর্গাপুজো শেষে হয় পুজো কার্নিভাল। মঙ্গলবার কার্নিভালের জন্য সেজে উঠছে রেড রোড। আরজি কর কাণ্ডের আবহে মঙ্গলবার রয়েছে জুনিয়র ডাক্তারদের দ্রোহের কার্নিভাল। রাজ্য সরকারের তত্ত্বাবধানে হতে চলা পুজো কার্নিভালের সময় এমন কর্মসূচি না করার অনুরোধ জানিয়ে ডাক্তারদের চিঠি দিয়েছেন মুখ্যসচিব মনোজ পন্থ। রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, পুজোর কার্নিভালে বিদেশি অতিথিরা আসবেন। তাঁদের সামনে এই ধরনের কার্নিভাল হলে অন্য বার্তা যাবে।
যদিও জুনিয়র ডাক্তাররা জানিয়ে দিয়েছেন, দ্রোহ কার্নিভালের জন্য পুজো কার্নিভাল ব্যাহত হওয়ার কোনও সম্ভাবনা নেই। এই আশঙ্কা অমূলক। আবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পুজো কার্নিভাল বয়কটের ডাক দিয়েছেন। এই পরিস্থিতি আগামিকাল পুজো কার্নিভাল হতে চলেছে। সেখানে রাজ্যের অনুরোধ মেনে রাতে বাড়তি মেট্রো চালানোর সিদ্ধান্ত নিল কলকাতা মেট্রো।