কলকাতা: মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃতীয় মন্ত্রিসভায় পরিবহন মন্ত্রকের দায়িত্ব পেয়েছেন প্রাক্তন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। তাঁর ছেড়ে যাওয়া মন্ত্রক গিয়েছে চন্দ্রিমা ভট্টাচার্যর হাতে। যদিও বর্তমানে কলকাতা পুরসভার প্রশাসকের ভার রয়েছে ববির কাঁধেই। যে কারণে আপাতত করোনা মোকাবিলায় সর্বশক্তি দিয়ে তিনি ঝাঁপিয়েছেন। সেই প্রক্রিয়ায় সোমবার বড় পদক্ষেপ করেছেন ফিরহাদ। বাড়িতে বসেই করোনা পরীক্ষার ব্যবস্থা সুনিশ্চিত করতে পুরসভার তরফে নতুন পরিষেবা চালু করেছেন তিনি।
রাজ্যে সংক্রমণের হার বৃদ্ধি পেলেও বাড়ছে না নমুনা পরীক্ষা। যা বর্তমানে চিন্তায় রেখেছে রাজ্যকে। শরীরে করোনার উপসর্গ দেখা গেলেও নানা কারণে করোনা পরীক্ষার ক্ষেত্রে আগ্রহ দেখাচ্ছে না অনেকে। এই পরিস্থিতিতে যাতে বাড়ি থেকেই নমুনা সংগ্রহ করা যায় সেই জন্য এই হোয়াটসঅ্যাপ পরিষেবা শুরু করা হয়েছে কলকাতা পুরসভার পক্ষ থেকে। সম্পূর্ণ বিনামূল্যে বাড়ি থেকেই নমুনা সংগ্রহ করা হবে এই প্রক্রিয়ায়। পুরসভার পক্ষ থেকে জানানো হয়েছে, ৯৮৩০০৩৭৪৯৩ নম্বরে হোয়াটসঅ্যাপ করলেই কোভিড টেস্ট করানো যাবে ফ্রি-তে।
যদিও এই ক্ষেত্রে বেশ কয়েকটি শর্ত রয়েছে। প্রথমত, শুধুমাত্র কলকাতা পুরসভা এলাকাতেই এই পরিষেবা মিলবে। দ্বিতীয়ত, যেই পাড়া বা আবাসনে নমুনা সংগ্রহ করতে স্বাস্থ্যকর্মীরা যাবেন, সেখানে কমপক্ষে এমন একটি এসি যুক্ত ঘর থাকতে হবে তাঁদের কাজ করার জন্য। তৃতীয়ত, কমপক্ষে ২০ টি নমুনা পরীক্ষা করার থাকলে তবেই এই পরিষেবা মিলবে।
আরও পড়ুন: একদিনে করোনার বলি ১৩৪, বাড়ছে না নমুনা পরীক্ষার হার, আক্রান্ত প্রায় ২০ হাজার
একই সঙ্গে করোনা আক্রান্ত রোগীদের দাহ করা নিয়েও এ দিন গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে পুরসভার পক্ষ থেকে। ফিরহাদ হাকিম জানিয়েছেন, প্ল্যাস্টিকে মুড়ে দেহ বৈদ্যুতিক চুল্লিতে ঢোকালে তা নষ্ট হয়ে যাওয়ার ঘটনা ঘটছে। যে কারণে আজ ঠিক করা হয়েছে এখন থেকে কাপড়ের ব্যাগে মুড়ে দেহ চুল্লিতে ঢোকানো হবে। চুল্লি যাতে নষ্ট না হয় সেই কারণেই এই সিদ্ধান্ত নিতে হয়েছে বলে জানান পুরসভার প্রশাসক।
আরও পড়ুন: নদিয়া, হাওড়া ও দক্ষিণ ২৪ গরগনায় উর্ধ্বমুখী সংক্রমণের গ্রাফ, হুগলিতে বাড়ছে মৃত্যু