একদিনে করোনার বলি ১৩৪, বাড়ছে না নমুনা পরীক্ষার হার, আক্রান্ত প্রায় ২০ হাজার
গত ২৪ ঘণ্টায় নতুন করে রাজ্যে করোনা আক্রান্ত হয়ে ১৩৪ জনের মৃত্যু হয়েছে। যা এক নতুন রেকর্ড।
কলকাতা: রাজ্যের সংক্রমণের পরিস্থিতিতে কোনও উন্নতি দেখতে পাওয়া যাচ্ছে না। টেস্ট বাড়ছে না। ফলে সংক্রমণের সংখ্যাটাও তেমনভাবে বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে না সরকারি বুলেটিনে। তবে উৎকণ্ঠা বাড়াচ্ছে দিনের পর দিন বাড়তে থানা মৃত্যুর হার। গত ২৪ ঘণ্টায় নতুন করে রাজ্যে করোনা আক্রান্ত হয়ে ১৩৪ জনের মৃত্যু হয়েছে। যা এক নতুন রেকর্ড। গত এক সপ্তাহ আগেও রাজ্যের দৈনিক মৃত্যু ছিল ১০০-র কোঠায়।
সোমবার প্রকাশিত রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিনে দেখা যাচ্ছে, একদিনে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ৪৪৫ জন। এই একই সময়ে ১৮ হাজার ৬৭৫ জন সুস্থ হয়ে উঠেছেন। রাজ্যে সক্রিয় আক্রান্তের সংখ্যা বেড়ে ১ লক্ষ ২৬ হাজার ৬৬৩ হয়েছে। অন্যদিকে, গত কয়েকদিন যাবৎ দৈনিক নমুনা পরীক্ষার সংখ্যা ৬০-৬১ হাজারের মধ্যেই ঘোরাফেরা করছে। স্বাস্থ্য দফতর সূত্রে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৬৪ হাজার ১৮৬টি নমুনা পরীক্ষা হয়েছে।
আরও পড়ুন: ক্ষমতাচ্যুত ওলি, আস্থাভোটে বিরাট ব্যবধানে হার নেপালের প্রধানমন্ত্রীর
সংক্রমণের নিরিখে সবচেয়ে শোচনীয় পরিস্থিতি উত্তর ২৪ পরগনা এবং কলকাতার। গত ২৪ ঘণ্টায় শুধুমাত্র কলকাতায় ৩,৯৪৮ জন আক্রান্ত হয়েছেন। শহরেই মৃত্যু হয়েছে ৩৪ জনের। সংক্রমণ এবং মৃত্যুর হারে অবশ্য কলকাতাকে পিছনে ফেলে দিয়েছে উত্তর ২৪ পরগনা। এই জেলায় একদিনে আক্রান্ত হয়েছেন ৩,৯৭১ জন। মৃত্যু হয়েছে ৪২ জনের। দৈনিক সংক্রমণের পরিমাণ হাজার ছাড়িয়েছে দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া এবং নদিয়ায়।
আরও পড়ুন: হাইকোর্টে ধাক্কা কেন্দ্রের, ভোট পরবর্তী হিংসা নিয়ে সিট গঠনের আবেদন খারিজ