নদিয়া, হাওড়া ও দক্ষিণ ২৪ গরগনায় উর্ধ্বমুখী সংক্রমণের গ্রাফ, হুগলিতে বাড়ছে মৃত্যু

হু হু করে বাড়ছে সংক্রমণ। একইসঙ্গে ঊর্ধ্বমুখী মরণ-গ্রাফও। শহর পেরিয়ে গ্রামবাংলার অলিন্দেও হানা দিয়েছে এই অদৃশ্য শত্রু।

নদিয়া, হাওড়া ও দক্ষিণ ২৪ গরগনায় উর্ধ্বমুখী সংক্রমণের গ্রাফ, হুগলিতে বাড়ছে মৃত্যু
অলংকরণ- অভীক দেবনাথ
Follow Us:
| Updated on: May 10, 2021 | 7:54 PM

লাগামছাড়া করোনার দ্বিতীয় ঢেউয়ে নাজেহাল বাংলা। প্রথম ঢেউয়ের তুলনায় অনেক বেশি ভয়ঙ্কর পরিস্থিতি। হু হু করে বাড়ছে সংক্রমণ। একইসঙ্গে ঊর্ধ্বমুখী মরণ-গ্রাফও। শহর পেরিয়ে গ্রামবাংলার অলিন্দেও হানা দিয়েছে এই অদৃশ্য শত্রু। করোনার করাল প্রভাব প্রত্যেকটি জেলায় যে কমবেশি পড়েছে, তা স্বাস্থ্য দফতরের দৈনিক করোনা বুলেটিন থেকেই স্পষ্ট। সংক্রমণের সামগ্রিক ছবিটা প্রত্যেকদিন ধরা পড়লেও জেলায় জেলায় ঠিক কেমন, তা অনেক সময় আড়ালেই থেকে যায়।

দেখে নিন আপনার জেলায় করোনা সংক্রমণের ছবিটা ঠিক কেমন…

আলিপুরদুয়ার- শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪৫ জন। সুস্থ হয়েছেন ৫৪ জন। গত ২৪ ঘণ্টায় করোনায় কোনও মৃত্যু হয়নি এই জেলায়।

কোচবিহার- শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৫৩ জন। সুস্থ হয়েছেন ১৯৮ জন। গত একদিনে করোনায় কোনও মৃত্যু হয়নি এই জেলায়।

দার্জিলিং- শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬৪৪ জন। সুস্থ হয়েছেন ৫৫৪ জন। গত একদিনে করোনায় ৪ জনের মৃত্যু হয়েছে এই জেলায়।

কালিম্পং- শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১০ জন। সুস্থ হয়েছেন ৫৬ জন। গত একদিনে করোনায় কোনও মৃত্যু হয়নি এই জেলায়।

জলপাইগুড়ি- শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৫২ জন। সুস্থ হয়েছেন ২৮৯ জন। গত একদিনে করোনায় ৩ জনের মৃত্যু হয়েছে এই জেলায়।

উত্তর দিনাজপুর- শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩১১ জন। সুস্থ হয়েছেন ২৯০ জন। গত একদিনে করোনায় ৩ জনের মৃত্যু হয়েছে এই জেলায়।

দক্ষিণ দিনাজপুর- শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৫৭ জন। সুস্থ হয়েছেন ২২১ জন। গত একদিনে করোনায় ১ জনের মৃত্যু হয়েছে এই জেলায়।

মালদহ- শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪৭৮ জন। সুস্থ হয়েছেন ৫৩৫ জন। গত একদিনে করোনায় কোনও মৃত্যু হয়নি।

মুর্শিদাবাদ- শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪২৯ জন। সুস্থ হয়েছেন ৩৭৯ জন। গত একদিনে করোনায় কোনও মৃত্যু হয়নি এই জেলায়।

নদিয়া- শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১০১৬ জন। সুস্থ হয়েছেন ৯২১ জন। গত একদিনে করোনায় ৬ জনের মৃত্যু হয়েছে এই জেলায়।

বীরভূম- শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭৩২ জন। সুস্থ হয়েছেন ৭০২ জন। গত একদিনে করোনায় ৫ জনের মৃত্যু হয়েছে এই জেলায়।

পুরুলিয়া- শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৪৮ জন। সুস্থ হয়েছেন ৪৩৭ জন। গত একদিনে করোনায় কোনও মৃত্যু হয়নি এই জেলায়।

বাঁকুড়া- শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪১৮ জন। সুস্থ হয়েছেন ৪২২ জন। গত একদিনে করোনায় ৩ জনের মৃত্যু হয়েছে এই জেলায়।

ঝাড়গ্রাম- শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৪৪ জন। সুস্থ হয়েছেন ১০৪ জন। গত একদিনে করোনায় কোনও মৃত্যু হয়নি এই জেলায়।

পশ্চিম মেদিনীপুর- শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬৫৩ জন। সুস্থ হয়েছেন ৪১৫ জন। গত একদিনে করোনায় ৩ জনের মৃত্যু হয়েছে এই জেলায়।

পূর্ব মেদিনীপুর- শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮৭৯ জন। সুস্থ হয়েছেন ৬৯৬ জন। গত একদিনে করোনায় ১ জনের মৃত্যু হয়েছে এই জেলায়।

পূর্ব বর্ধমান- শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭২৮ জন। সুস্থ হয়েছেন ৭২৩ জন। গত একদিনে করোনায় কোনও মৃত্যু হয়নি এই জেলায়।

পশ্চিম বর্ধমান- শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮৮৭ জন। সুস্থ হয়েছেন ১,০৬৭ জন। গত একদিনে করোনায় কোনও মৃত্যু হয়নি এই জেলায়।

হাওড়া- শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১,১৪৭ জন। সুস্থ হয়েছেন ১,০৭৩ জন। গত একদিনে করোনায় ৬ জনের মৃত্যু হয়েছে এই জেলায়।

হুগলি- শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৯৫১ জন। সুস্থ হয়েছেন ৯৫৭ জন। গত একদিনে করোনায় ৮ জনের মৃত্যু হয়েছে এই জেলায়।

উত্তর ২৪ পরগনা- শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩,৯৭১ জন। সুস্থ হয়েছেন ৩,৬২৩ জন। গত একদিনে করোনায় ৪২ জনের মৃত্যু হয়েছে এই জেলায়।

দক্ষিণ ২৪ পরগনা- শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১,০৭৩ জন। সুস্থ হয়েছেন ১,০৮৮ জন। গত একদিনে করোনায় ১৪ জনের মৃত্যু হয়েছে এই জেলায়।

কলকাতা- শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩,৯৪৯ জন। সুস্থ হয়েছেন ৩,৮৬১ জন। গত একদিনে করোনায় ৩৪ জনের মৃত্যু হয়েছে এই জেলায়।

অন্যদিকে, সোমবার নতুন করে রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ৪৪৫ জন। মৃত্যু হয়েছে ১৩৪ জনের। একই সময়ের মধ্যে করোনা মুক্ত হয়েছেন ১৮ হাজার ৬৭৫ জন।