হাইকোর্টে ধাক্কা কেন্দ্রের, ভোট পরবর্তী হিংসা নিয়ে সিট গঠনের আবেদন খারিজ

এ দিন রাজ্য সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ৯ মে-র পর এ রাজ্যে আর কোনও হিংসার ঘটনা ঘটেনি। যা হয়েছে তা এর আগেই হয়েছে।

হাইকোর্টে ধাক্কা কেন্দ্রের, ভোট পরবর্তী হিংসা নিয়ে সিট গঠনের আবেদন খারিজ
ফাইল চিত্র
Follow Us:
| Updated on: May 10, 2021 | 4:54 PM

কলকাতা: পশ্চিমবঙ্গের ভোট পরবর্তী হিংসা নিয়ে করা মামলায় কলকাতা হাইকোর্টে ধাক্কা খেল কেন্দ্রীয় সরকার। কেন্দ্রের পক্ষ থেকে কলকাতা হাইকোর্টে আপিল জানানো হয়েছিল, ভোট পরবর্তী হিংসা নিয়ে যাতে একটি সিট গঠন করে তদন্তের নির্দেশ দেয় আদালত। সেই আবেদনই এ দিন খারিজ করে দেওয়া হয়েছে। একই সঙ্গে আদালত সাফ করেছে, রাজ্যের আইনশৃঙ্খলার দায়িত্ব এখন রাজ্য সরকারের।

রাজ্যে ভোটের ফল প্রকাশ পাওয়ার পর থেকে যে বিক্ষিপ্ত হিংসার ঘটনা ঘটেছে তা নিয়ে একাধিক জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে। সেই মামলার শুনানি করতে পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ তৈরি হয়। সোমবার পাঁচ বিচারপতি সেই জনস্বার্থ মামলাগুলি শোনেন। সেই সময় কেন্দ্রের তরফে আবেদন জানানো হয়, বাংলায় ভোটের পর যেভাবে হিংসা ছড়িয়েছে তার প্রতিফলন কেবল সংবাদ মাধ্যমে নয়, তৃণমূল বিরোধী অন্যান্য রাজনৈতিক দলের সোশ্যাল মিডিয়াতেও ঘটেছে। ফলে এর জন্য পৃথক একটি সিট (তদন্ত কমিটি) গঠন করে তার তদন্ত করা হোক।

আরও পড়ুন: বিজেপির ৭৭ বিধায়ককেই বছরভর কেন্দ্রীয় নিরাপত্তা দেবে স্বরাষ্ট্রমন্ত্রক

যদিও কেন্দ্রের সেই আর্জিতে আপাতত কলকাতা হাইকোর্ট কর্ণপাত করেনি। পাঁচ বিচারপতির পক্ষ থেকে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল পর্যবেক্ষণে জানান, “আইনশৃঙ্খলার দায়িত্ব এখন রাজ্য সরকারের।” তাই রাজ্য সরকারের কাছেই দ্বিতীয়বার রিপোর্ট তলব করা হয়। যদিও তাৎপর্যপূর্ণ বিষয় হল, আদালতে এ দিন রাজ্য সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ৯ মে-র পর এ রাজ্যে আর কোনও হিংসার ঘটনা ঘটেনি। যা হয়েছে তা এর আগেই হয়েছে।

আরও পড়ুন: শিক্ষা গেল ব্রাত্যর হাতে, খাদ্য দফতর সামলাবেন জ্যোতিপ্রিয়র জেলারই রথীন ঘোষ, দেখে নিন রাজ্যের মন্ত্রীদের পূর্ণাঙ্গ তালিকা