আহত শিশুকে হাসপাতালে দেখতে গেলেন আল্লু, আশ্বস দিয়ে বললেন…
৪ ডিসেম্বর, ২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘পুষ্পা ২: দ্য রুল’ ছবির জন্য হায়দরাবাদে বিশেষ প্রিমিয়ারের আয়োজন করা হয়েছিল। কিন্তু সে দিন ঘটে যায় এক মর্মান্তিক ঘটনা। আল্লু অর্জুনের উপস্থিতিতে সেখানে জনতার বিপুল ভিড়ের কারণে পদপিষ্ট হয়ে মারা যান রেবতী নামে এক অনুরাগী।
৪ ডিসেম্বর, ২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘পুষ্পা ২: দ্য রুল’ ছবির জন্য হায়দরাবাদে বিশেষ প্রিমিয়ারের আয়োজন করা হয়েছিল। কিন্তু সে দিন ঘটে যায় এক মর্মান্তিক ঘটনা। আল্লু অর্জুনের উপস্থিতিতে সেখানে জনতার বিপুল ভিড়ের কারণে পদপিষ্ট হয়ে মারা যান রেবতী নামে এক অনুরাগী। আর আহত হন তাঁর ৯ বছর বয়সী ছেলে শ্রী তেজ। শিশুটি তখন থেকেই কোমায়। চিকিৎসা চলছে নার্সিংহোমে।
এই ঘটনা আল্লু অর্জুনের জন্য এক কঠিন পরিস্থিতি তৈরি করে। পুলিশি হেফাজতে পর্যন্ত যেতে হয়েছিল তাঁকে। যদিও তিনি শোক প্রকাশ করেছিলেন। তবে বিষয়টি আরও জটিল হয়ে ওঠে। ১৩ ডিসেম্বর আল্লু অর্জুন গ্রেফতার হন, যদিও পরে জামিন পেয়ে মুক্তি পান। কিন্তু তাঁকে সারারাত জেলে কাটাতে হয়। বিষয়টি তেলেঙ্গানা রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়ে, এবং AIMIM দলের বিধায়ক আকবরউদ্দিন ওয়াইসি এবং তেলেঙ্গনা রাজ্যের মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি আল্লু অর্জুনকে সমালোচনা করেন। তার পরবর্তীতে উন্মত্ত জনতা আল্লু অর্জুনের বাড়ির সামনে তাণ্ডব চালায়, যেখানে তারা “উই ওয়ান্ট জাস্টিস” স্লোগান দেয়।
এদিকে, কয়েক দিন আগে আল্লু শ্রী তেজকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন। তিনি শিশুটির বাবা ভাস্করের সঙ্গে কথা বলেছেন। তার চিকিৎসার জন্য সাহায্যের আশ্বাস দেন সে দিন। হাসপাতাল সূত্রে জানা যায়, শ্রী তেজের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে, তবে তার রিকভারি স্লো এবং আতঙ্ক এখনও কাটেনি। শিশুটিকে রাইলস টিউবের মাধ্যমে খাবার খাওয়ানো হচ্ছে।