Ward 99 Jadavpur-Baghajatin KMC Election Result 2021 LIVE: তিন মহিলা প্রার্থীর লড়াই, হারানো জমি ফিরে পাবে তৃণমূল?

KMC Election Result 2021, Ward 99 Jadavpur-Baghajatin LIVE Counting: তৃণমূল টিকিট দিয়েছে এই ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর মিতালী বন্দ্যোপাধ্যায়কে।

Ward 99 Jadavpur-Baghajatin KMC Election Result 2021 LIVE: তিন মহিলা প্রার্থীর লড়াই, হারানো জমি ফিরে পাবে তৃণমূল?
২০১৫ তে এই ওয়ার্ডে ক্ষমতায় আসে বিপ্লবী সমাজতন্ত্রী দল
Follow Us:
| Edited By: | Updated on: Dec 22, 2021 | 11:24 PM

কলকাতা: যাদবপুর বিধানসভা কেন্দ্রের অধীন এই ৯৯ নম্বর ওয়ার্ড। উত্তরে রয়েছে রায়পুর রোড। পূর্ব দিকে রাজা সুবোধ চন্দ্র মল্লিক রোড, দক্ষিণে রয়েছে রায়পুর মণ্ডল পাড়া রোড ও পশ্চিমে রায়পুর রোড। মূলত যাদবপুর, বাঘাযতীন, গড়িয়া এলাকা এই ওয়ার্ডের মধ্যে পড়ে। ২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী, এই ওয়ার্ডের জনসংখ্যা ২৬ হাজার ৭৩৯। কলকাতা পুলিশের নেতাজি নগর থানার মধ্যে পড়ে এই ওয়ার্ড।

২০০৫ ও ২০১০ এ এই ওয়ার্ড ছিল তৃণমূলের দখলে। কিন্তু শেষবার অর্থাৎ ২০১৫ তে এই ওয়ার্ডে ক্ষমতায় আসে বিপ্লবী সমাজতন্ত্রী দল। কাউন্সিলর হন দেবাশিস মুখোপাধ্যায়। এবার বামেদের প্রার্থী শিখা মুখোপাধ্যায়। আর তৃণমূল টিকিট দিয়েছে এই ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর মিতালী বন্দ্যোপাধ্যায়কে। এই ওয়ার্ডেও তিন মহিলা প্রার্থীর লড়াই। বিজেপির প্রার্থী এবার তানিয়া দাস।

যাদবপুর-বাঘাযতীন || ওয়ার্ড নম্বর- ৯৯ (বোরো- ১০) || ২০২১ ফলাফল
দল প্রার্থী ভোট শতাংশ ২০১৫ (শতাংশ)
তৃণমূল মিতালী ব্যানার্জি ৯৩৮৭ ৫৯.৮৮  ৩০.৮৮
বিজেপি তানিয়া দাশ ১০৩০ ৬.৫৭  ৮.৭
বাম শিখা মুখার্জি ৪৯২৭ ৩১.৪৩ ৩৪.৯০
কংগ্রেস মুনমুন দাশ ১৯৫ ১.২৪  ০.৭৪
অন্যান্য ১৩৮ ০.৮৮ ২৬.২২
যাদবপুর-বাঘাযতীন || ওয়ার্ড নম্বর- ৯৯ (বোরো- ১০) || ২০১৫ ফলাফল
দল প্রার্থী ভোট শতাংশ
তৃণমূল রেখা দে (গোপা) ৫১২৪ ৩০.৮৮
বিজেপি শান্তনু সিংহ ১৩৪১ ৮.৭
বাম দেবাশিস মুখোপাধ্যায় ৫৬৫৯ ৩৪.৯০
কংগ্রেস মনীন্দ্র কুণ্ড ১২৩ ০.৭৪
অন্যান্য ৪৩৫০ ২৬.২২