Ward 96 Jadavpur KMC Election Result 2021 LIVE: ৯৬ নম্বরে বড় চমক তৃণমূলের টিকিট পাওয়া বাম নেতার মেয়ে বসুন্ধরা গোস্বামী

KMC Election Result 2021, Ward 96 Jadavpur LIVE Counting: প্রার্থী করা হয়েছে প্রয়াত বাম নেতা ক্ষিতি গোস্বামীর মেয়ে বসুন্ধরা গোস্বামীকে।

Ward 96 Jadavpur KMC Election Result 2021 LIVE: ৯৬ নম্বরে বড় চমক তৃণমূলের টিকিট পাওয়া বাম নেতার মেয়ে বসুন্ধরা গোস্বামী
যাদবপুর থানার মধ্যে পড়ে এই ওয়ার্ড
Follow Us:
| Edited By: | Updated on: Dec 22, 2021 | 11:13 PM

কলকাতা: যাদবপুর বিধানসভা কেন্দ্রের অধীন এই ৯৬ নম্বর ওয়ার্ড। উত্তরে রয়েছে যাদবপুর কেন্দ্রীয় রোড। পূর্ব দিকে রাজা সুবোধ চন্দ্র মল্লিক রোড, দক্ষিণে রায়পুর রোড ও পশ্চিমে যাদবপুর সেন্ট্রাল রোড। মূলত যাদবপুর, রিজেন্ট পার্ক, বাঘাযতীন, বিজয়গড়, নারকেল বাগান, আনন্দপল্লী এলাকা এই ওয়ার্ডের মধ্যে পড়ে। ২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী, এই ওয়ার্ডের জনসংখ্যা ৩১ হাজার ০২২। কলকাতা পুলিশের যাদবপুর থানার মধ্যে পড়ে এই ওয়ার্ড।

এবার ৯৬ নম্বর ওয়ার্ডে বড় চমক দিয়েছে তৃণমূল। সেখানে প্রার্থী করা হয়েছে প্রয়াত বাম নেতা ক্ষিতি গোস্বামীর মেয়ে বসুন্ধরা গোস্বামীকে। বাম নেতার মেয়ে হলেও তৃণমূলকে অনেক দিন ধরেই সমর্থন করেন তিনি। তৃণমূলের মুখপত্র জাগো বাংলায় অনিল বিশ্বাসের কন্যা অজন্তার সমর্থনে কলম ধরেছিলেন তিনি। তবে তাঁকে যে যাদবপুরের মতো এলাকায় টিকিট দেওয়া হবে, তা ভাবেননি অনেকেই। তাই এই ওয়ার্ডে নজর রয়েছে প্রত্যেকের। এই ওয়ার্ডেও তিন মহিলার লড়াই। বিজেপির প্রার্থী সন্দীপা সিংহ রায় ও সিপিএম প্রার্থী দীপালি গোস্বামী।

যাদবপুর-বাঘাযতীন || ওয়ার্ড নম্বর- ৯৬ (বোরো- ১০) || ২০২১ ফলাফল
দল প্রার্থী ভোট শতাংশ ২০১৫ (শতাংশ)
তৃণমূল বসুন্ধরা গোস্বামী ১০৫২৬ ৬৩.৬৭ ৫৩.৮৪
বিজেপি সন্দীপা সিংহ রায় ১০৪২ ৬.৩০ ১১.৫১
বাম দীপালি গোস্বামী ৪৬৩৯ ২৮.০৬ ৩২.১৪
কংগ্রেস সঞ্চিতা সিনহা রায় ১৫৯ ০.৯৬ ১.৪৩
অন্যান্য ১১০ ০.৬৭ ১.০৮
যাদবপুর-বাঘাযতীন || ওয়ার্ড নম্বর- ৯৬ (বোরো- ১০) || ২০১৫ ফলাফল
দল প্রার্থী ভোট শতাংশ
তৃণমূল দেবব্রত মজুমদার ১০১০৯ ৫৩.৮৪
বিজেপি শর্বরী মুখোপাধ্য়ায় ২১৬২ ১১.৫১
বাম পুষ্পিতা রায় ৬০৩৫ ৩২.১৪
কংগ্রেস পবিত্র কুমার মজুমদার ২৬৯ ১.৪৩
অন্যান্য ১৯১ ১.০৮