কলকাতা: ৭ নং ওয়ার্ড কলকাতা পৌরসংস্থার একটি প্রশাসনিক বিভাগ। এটি কলকাতা শহরের উত্তরাংশে বাগবাজার অঞ্চল নিয়ে গঠিত।এটি কলকাতার পৌর-প্রশাসনের একটি নির্বাচনী ক্ষেত্র এবং শ্যামপুকুর বিধানসভা (Shyampukur Assembly) কেন্দ্রের অংশ।
৭ নং ওয়ার্ডের উত্তর দিকে রয়েছে সার্কুলার খাল; পূর্ব দিকে রয়েছে বাগবাজার স্ট্রিট, বোসপাড়া লেন, নিবেদিতা লেন, রামকৃষ্ণ বসু লেন ও সরকারবাড়ি লেন; দক্ষিণ দিকে রয়েছে বিধান সরণি, শচীন মিত্র লেন ও গিরিশ অ্যাভিনিউ এবং পশ্চিম দিকে রয়েছে হুগলি নদী।
বারবার ফলাফল বদলেছে এই ওয়ার্ডে। ২০০৫ সালে এই ওয়ার্ড থেকে জয়ী হন বামপ্রার্থী ড. গৌতম দাস। ২০১০ সালে তৃণমূলের পক্ষে জয়ী হন মঞ্জুশ্রী চৌধুরী। ২০১৫ সালে এখানে ক্ষমতা লাভ করে বিজেপি। জয়ী হন, পদ্মপ্রার্থী বাপি ঘোষ। এমনিতে শ্যামপুকুর বিধানসভা রাজ্যের মন্ত্রী শশীব পাঁজার অধীন। ২০১১ থেকেই তিনি এই শ্যামপুকুর বিধানসভা কেন্দ্রে জয়লাভ করেছেন।
২০২১-এর পুরভোটে যাঁরা ৭ নম্বর ওয়ার্ডে প্রার্থী হয়েছেন
তৃণমূলের তরফে এই ওয়ার্ডে প্রার্থী হয়েছেন বিজেপিত্যাগী প্রাক্তন কাউন্সিলর বাপি ঘোষ। বিজেপির তরফে এই ওয়ার্ডে লড়ছেন ব্রজেশ ঝাঁ ও সিপিএমের তরফে এই ওয়ার্ডে লড়ছেন মোহন তাপস কুণ্ডু।
শ্যামপুকুর-বাগবাজার || ওয়ার্ড নম্বর- ৭ (বোরো- ১) || ২০২১ ফলাফল |
দল |
প্রার্থী |
ভোট |
শতাংশ |
২০১৫ (শতাংশ) |
তৃণমূল |
বাপী ঘোষ |
৬,৮৪০ |
৭১.০১ |
৩৩.৫৪ |
বিজেপি |
ব্রজেশ ঝা |
১৬৮১ |
১৭.৮৫ |
৩৬.৩২ |
বাম |
মহান তাপস কুণ্ডু |
৯২৫ |
৯.৬০ |
২৬.২০ |
কংগ্রেস |
মলয় মুখার্জি |
৮৭ |
০.৯০ |
২.৩২ |
অন্যান্য |
– |
– |
– |
১.৬২ |
শ্যামপুকুর-বাগবাজার|| ওয়ার্ড নম্বর- ৭ (বোরো- ১) || ২০১৫ ফলাফল |
দল |
প্রার্থী |
ভোট |
শতাংশ |
তৃণমূল |
মঞ্জুশ্রী চৌধুরী |
৩,৫৮৩ |
৩৩.৫৪ |
বিজেপি |
বাপী ঘোষাল |
৩, ৮৭৯ |
৩৬.৩২ |
বাম |
সলিল চ্যাটার্জি |
২,৭৯৯ |
২৬.২০ |
কংগ্রেস |
জয়দীপ মুখার্জি |
২,৪৮ |
২.৩২ |
অন্যান্য |
– |
১৭১ |
১.৬২ |