কলকাতা: সাত সকালে মর্মান্তিক দুর্ঘটনা। ফের বেপরোয়া গতির বলি হতে এক ব্যক্তিকে। দ্রুত গতিতে আসা লরির ধাক্কায় কর্তব্যরত পুলিশ কর্মীর মৃত্যু হল। ঘাতক লরিটিকে আটক করার চেষ্টা চালাচ্ছে মানিকতলা থানার পুলিশ। মৃত পুলিশ কর্মীর নাম অভিজিৎ চক্রবর্তী। তিনি পশ্চিম বন্দর থানার কনস্টেবল পদে কর্মরত ছিলেন। বাড়ি উত্তর ২৪ পরগনায়।
জানা গিয়েছে, আজ ভোর পাঁচটা নাগাদ অভিজিৎবাবু বাইকে চড়ে রাজাবাজারের দিক থেকে রাজা দীনেন্দ্র স্ট্রিট হয়ে বাড়ির দিকে ফিরছিলেন। দীনেন্দ্র স্ট্রিট ও বিবেকানন্দ রোডের সংযোগস্থলে আসতেই দুর্ঘটনা ঘটে। একটি মালবাহী লরি দ্রুত গতিতে এসে তাঁর বাইকে ধাক্কা মারে।
পুলিশ সূত্রে খবর এই ধাক্কা সামলাতে না পেরে দুচাকা থেকেই পড়ে যান অভিজিৎ চক্রবর্তী। তাঁর মাথার উপর দিয়েই চলে যায় লরিটি। এই ঘটনার পর সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে লরি ও চালকের খোঁজ করছে মানিকতলা থানার পুলিশ। প্রসঙ্গত, সকালবেলা ট্রাফিক সিগন্যাল না মেনেই বহু গাড়ি চলাচল করে। সেই সময় কার্যত পুলিশি নজরজারি ঢিলেঢালা থাকে বলে বারবার অভিযোগ ওঠে। এদিনও সিগন্যাল না মেনেই লরিটি যাচ্ছিল। আর তার জেরেই এই হেন পরিণতির শিকার হলেন খোদ পুলিশকর্মী।