Nupur Sharma: নূপুর শর্মার বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করল কলকাতা পুলিশ

TV9 Bangla Digital | Edited By: অংশুমান গোস্বামী

Jul 02, 2022 | 6:07 PM

Controversial Comment: নূপুরের বিতর্কিত মন্তব্য নিয়ে ধমকও দিয়েছে দেশের শীর্ষ আদালত। শুক্রবার সুপ্রিম কোর্ট বলেছে, নূপুরের মন্তব্য মানুষের আবেগ উস্কে দেওয়ার মতো।

Nupur Sharma: নূপুর শর্মার বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করল কলকাতা পুলিশ
সাসপেন্ডেড বিজেপি নেত্রী নূপুর শর্মা

Follow Us

কলকাতা: সাসপেন্ডেড বিজেপি নেত্রী নূপুর শর্মার বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করল কলকাতা পুলিশ। নারকেলডাঙা থানায় দায়ের হওয়া মামলার প্রেক্ষিতে এই লুক আউট নোটিস জারি করা হয়েছে। নূপুরের বিতর্কিত মন্তব্যের পর দেশ জুড়ে বিক্ষোভের ঢেউ আছড়ে পড়ে। এ রাজ্যেও হয়েছিল বিক্ষোভ। তখনই কলকাতা পুলিশের নারকলেডাঙা থানায় অভিযোগ দায়ের হয় নূপুরের বিরুদ্ধে। সেই মামলায় তাঁকে সমনও পাঠানো হয়েছিল। কিন্তু সমন পাঠালেও হাজিরা দেননি নূপুর। হাজিরার জন্য ইমেল করে চার সপ্তাহ সময় চেয়েছিলেন তিনি। সেই সময়েরও পরও হাজিরা না দেওয়ায় তাঁর নামে লুক আউট নোটিস জারি করা হল। নারকেলডাঙা থানা ছাড়াও আমহার্স্ট স্ট্রিট থানা এবং জোড়াসাঁকো থানায় নূপুরের নামে অভিযোগ রয়েছে। তবে নারকেলডাঙা থানায় দায়ের হওয়া মামলার প্রেক্ষিতেই তাঁর নামে লুক আউট নোটিস জারি হয়েছে।

একটি টেলিভিশন ডিবেট শো-তে বিতর্কিত মন্তব্য করেছিলেন বিজেপি-র জাতীয় মুখপাত্র। সেই মন্তব্যের জেরে ক্ষোভ ছড়ায় সারা দেশে। বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিরাও ওই মন্তব্যের নিন্দা করেছিল। সেই মন্তব্যের সমালোচনা করে নূপুরকে শুক্রবার ভর্ৎসনা করেছে দেশের শীর্ষ আদালত। বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জে.বি. পার্দিওয়ালার বেঞ্চ দেশে অশান্তির জন্য নূপুর শর্মাকেই দায়ী করেছেন। শুক্রবার সুপ্রিম কোর্টের বিচারপতিরা বলেন, ‘‘আমরা ওই বিতর্কসভাটি দেখেছি। যে ভাবে তিনি কথাগুলো বলেছেন, তা-ও দেখেছি। আপনি নিজে এক জন আইনজীবী হয়ে যা করেছেন, তা লজ্জার। আপনার উচিত সারা দেশের কাছে ক্ষমা চাওয়া।’’

নূপুরের বিতর্কিত মন্তব্য নিয়ে ধমকও দিয়েছে দেশের শীর্ষ আদালত। শুক্রবার সুপ্রিম কোর্ট বলেছে, নূপুরের মন্তব্য মানুষের আবেগ উস্কে দেওয়ার মতো। নূপুর টিভিতে গিয়ে সারা দেশের কাছে ক্ষমা চান। নূপুর ক্ষমা চাইতেও দেরি করছেন। নূপুর অবিবেচকের মতো মন্তব্য করায় হিংসায় উস্কানি দিয়েছেন। নূপুরের মন্তব্যে সারা দেশে আগুন জ্বলেছে। এর জন্য দায়ী একমাত্র তিনি। একটি জাতীয় দলের মুখপাত্র হওয়ার অর্থ এই নয় যে তিনি যা খুশি বলতে পারেন।

Next Article