AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kolkata Police: ইতিহাস তৈরি করল কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ! ১ মাস ধরে ফাঁকা প্রধানের পদ

Kolkata Police: কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের মাথায় ছিলেন শঙ্খ শুভ্র চক্রবর্তী। তিনি গত ১০ নভেম্বর সিআইডি ডিআইজি পদে বদলি হয়ে যান। তারপর থেকে কার্যত কোনও আইপিএস অফিসারকে গোয়েন্দা প্রধান পদে নিযুক্ত করা হয়নি।

Kolkata Police: ইতিহাস তৈরি করল কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ! ১ মাস ধরে ফাঁকা প্রধানের পদ
কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধানের পদ ফাঁকাImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Dec 11, 2023 | 2:39 PM
Share

কলকাতা: অভিভাবকহীন কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। পুলিশ কমিশনারের পরই গোয়েন্দা প্রধানের পদই সবথেকে সম্মানীয়। কিন্তু ১ মাস ধরে ফাঁকা পড়ে রয়েছে কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধানের পদ। কী কারণে ফাঁকা, তা নিয়ে ধন্দ। কলকাতা পুলিশের জন্মলগ্ন থেকে এই ঘটনা নজিরবিহীন বলে বলছেন উচ্চ পদস্থ পুলিশ কর্তারাই।

১৮৫৬ সালে কলকাতা পুলিশের জন্ম। তার ১২ বছর পর ১৮৬৮ সালে স্যর স্টুয়ার্ট হগের নেতৃত্বে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের জন্ম হয়। কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ সারা দেশে বিভিন্ন সময়ে স্বীকৃতি পেয়েছে। কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগকে স্কটল্যান্ড ইয়ার্ডের সঙ্গে তুলনা করা হয়। তার নেতৃত্বে থাকে কলকাতা পুলিশের ডিটেক্টিভ বিভাগের ডেপুটি কমিশনারেট। যেটা বাম আমলের পরে এই জমানায় জয়েন্ট সিপি পদমর্যাদায় উন্নীত করা হয়। কলকাতা পুলিশের বিশাল গোয়েন্দা বিভাগকেই বলা হয় ‘নার্ভ সেন্টার’।

কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের মাথায় ছিলেন শঙ্খ শুভ্র চক্রবর্তী। তিনি গত ১০ নভেম্বর সিআইডি ডিআইজি পদে বদলি হয়ে যান। তারপর থেকে কার্যত কোনও আইপিএস অফিসারকে গোয়েন্দা প্রধান পদে নিযুক্ত করা হয়নি। জানা যাচ্ছে, আরেক জন  জয়েন্ট সিপি পদমর্যাদার আধিকারিককে অতিরিক্ত দায়িত্ব দিয়ে রাখা হয়েছে। কিন্তু তাঁর পক্ষে নিজের দায়িত্ব পালন করার পাশাপাশি গোয়েন্দা প্রধানের বিশাল ভূমিকা পালন করা সম্ভব হচ্ছে কিনা, তা নিয়েই প্রশ্ন উঠছে। ইতিমধ্যেই কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের কাছে একাধিক গুরুত্বপূর্ণ মামলা রয়েছে। অনেকাংশ তদন্ত শ্লথ হচ্ছে বলে মনে করছে আইপিএস আধিকারিকদেরই একাংশ।