কলকাতা: আরজি কর-কাণ্ডের জের। শহরে মহিলা নিরাপত্তা আরও জোরদার করতে উদ্যোগ কলকাতা পুলিশের। কলকাতার প্রতিটি থানাকে নজরদারির নির্দেশ কলকাতা পুলিশ কমিশনারের। পুলিশ সূত্রে খবর, মহিলাদের নিরাপত্তার জন্য অপরাধপ্রবণ এলাকাকে চিহ্নিত করতে হবে। ওই সকল এলাকায় কী ধরনের অপরাধ হয় সেই রেকর্ডে রাখতে হবে নজর। আরও বেশি করে মোতায়েন করতে হবে পুলিশ।
কলকাতা পুলিশ কমিশনারের স্পষ্ট নির্দেশ, অপরাধ প্রবণ এলাকায় আরও বেশি করে বসাতে হবে সিসিটিভি ক্যামেরা। তার জন্য সাহায্য নিতে হবে বেসরকারি সংস্থার সহায়তায়। কাজে লাগাতে হবে উইনার্স ও মহিলা পুলিশকে। এছাড়াও সরকারি হাসপাতাল ও মহিলা হস্টেল এলাকার নিরাপত্তা নিয়েও আলোচনা হয়েছে। তবে এখানেই শেষ নয়, কলকাতা পুলিশের বাহিনীতে যাঁরা রয়েছেন, তারাও যাতে নজরদারির আওতার থাকেন, বাইরে যেতে না পারেন সেই বিষয়ও জোর দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, আরজি কর-এর ঘটনার পরই প্রশ্ন উঠতে শুরু করে শহরে নারী নিরাপত্তা নিয়ে। শুধু তাই নয়, মেডিক্যাল কলেজগুলিতে কেন নেই রেস্ট রুম সেই নিয়েও ওঠে প্রশ্ন। এরপর শনিবার নবান্নে একটি বৈঠক হয়। সেখানে উপস্থিত ছিলেন মন্ত্রী ফিরহাদ হাকিম,চন্দ্রিমা ভট্টাচার্য , মুখ্যসচিব,রাজ্য পুলিশের ডিজি সহ শীর্ষ কর্তারা। মেডিক্যাল কলেজগুলিতে মহিলাদের জন্য নিরাপদ ‘রেস্ট রুম’ তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়।
আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)