কলকাতা: রাম মন্দিরের উদ্বোধনের দিন ‘সংহতি যাত্রার’ ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাজরা থেকে পার্ক সার্কাস পর্যন্ত হবে মমতার এই মিছিল। উপস্থিত থাকবেন সব ধর্মের মানুষ। নেতৃত্ব দেবেন খোদ তৃণমূল সুপ্রিমো। একে সোমবার। অফিসের দিন। শুধু অফিস কেন, স্কুল কলেজ সবই খোলা থাকবে সেইদিন। ফলে এই মিছিলের জন্য যানজট যাতে না হয় আরও সতর্ক হওয়ার নির্দেশ দিয়েছে লালবাজার।
ওইদিন শহরের বিভিন্ন প্রান্ত থেকে নানা মিছিলের আয়োজন করা হয়েছে। সূত্রের খবর, সাধারণ মানুষকে যাতে কোনও অসুবিধার মধ্যে পড়তে না হয় তার জন্য কলকাতা পুলিশের সমস্ত কর্মীদের সজাগ ও সতর্ক থাকতে বলা হয়েছে। প্রতিটি মিছিলের শুরু থেকে শেষ হওয়া পর্যন্ত নিদিষ্ট থানাকে নজর রাখতে বলা হয়েছে। প্রয়োজনে ভিডিওগ্রাফি করা হতে পারে বলে সূত্রের খবর।
লালবাজারের তরফে ইতিমধ্যেই নির্দেশ দেওয়া হয়েছে, সাধারণ মানুষের যেন কোনও ভাবেই অসুবিধা না হয় তা নজর রাখতে হবে পুলিশ কর্মীদের। শুধু তাই নয়, কোনও রাস্তা বন্ধ না হয় সেদিকে বিশেষ নজর রাখতে হবে। কলকাতা পুলিশের প্রতিটি ডিভিশনের তরফে বাড়তি পুলিশ বাহিনী প্রস্তুত থাকতে বলা হয়েছে। সকাল থেকেই থানা নিজ নিজ এলাকায় নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে বলে সূত্রের খবর।