Sankar Addhya: ‘ইন্ডিয়ানে’ হচ্ছে না, কমোডের বায়না ডাকুর, আর চাই মাংস

Pradipto Kanti Ghosh | Edited By: অবন্তিকা প্রামাণিক

Jan 21, 2024 | 3:09 PM

Ration Scam: প্রেসিডেন্সি জেল সূত্রে খবর, তেইশ-চুয়াল্লিশ সেল ব্লকে রাখা হয়েছে রেশন বণ্টন দুর্নীতিতে অভিযুক্ত জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ট বলে পরিচিত শঙ্কর ওরফে ডাকুকে। সেখানে আসার পর থেকেই চাহিদার অন্ত নেই তাঁর। কিন্তু কোনও আবদারেই সাড়া দেননি কারা কর্তৃপক্ষ।

Sankar Addhya: ইন্ডিয়ানে হচ্ছে না, কমোডের বায়না ডাকুর, আর চাই মাংস
শঙ্কর আঢ্য়
Image Credit source: Facebook

Follow Us

কলকাতা: রেশন দুর্নীতি কাণ্ডে অন্যতম অভিযুক্ত তৃণমূল নেতা শঙ্কর আঢ্যর ঠাঁই হয়েছে আপাতত প্রেসিডেন্সিতে। ৩ ফেব্রুয়ারি পর্যন্ত আপাতত কারাগারেই থাকবেন তিনি। এ দিকে, জেলে যেতেই শঙ্করের আবদার যেন আর শেষ হচ্ছে না। সূত্রের খবর, ভাল ভাল খাবার তো তিনি দাবি করছেন। এমনকী মল ত্যাগের জন্য কমোড চেয়েছেন জেল কর্তৃপক্ষর কাছে।

প্রেসিডেন্সি জেল সূত্রে খবর, তেইশ-চুয়াল্লিশ সেল ব্লকে রাখা হয়েছে রেশন বণ্টন দুর্নীতিতে অভিযুক্ত জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ট বলে পরিচিত শঙ্কর ওরফে ডাকুকে। সেখানে আসার পর থেকেই চাহিদার অন্ত নেই তাঁর। কিন্তু কোনও আবদারেই সাড়া দেননি কারা কর্তৃপক্ষ।

জানা যাচ্ছে, জেলের রুটি মুখে রুচছে না শঙ্করের। তিনি চেয়েছেন, বাড়িতে বানানো রুটি, তরকারি। চেয়েছেন মাছ-মাংসও। আবদার কিন্তু এখানেই শেষ নয়, ডাকু আবার দাবি করছেন ঝকঝকে কমোডও। তবে এত চাহিদায় অবশ্য মন গলেনি জেলের দায়িত্ব প্রাপ্তদের। সব আবদারেই কার্যত ‘না’ শুনতে হচ্ছে তাঁকে। সূত্রের খবর, যেহেতু তিনি ‘হাইপ্রোফাইল’ বন্দি। সেই কারণে তাঁর সঙ্গে সাযুজ্য রেখেই বাড়তি নজরদারি রয়েছে শঙ্করের সেলে। বসানো হয়েছে একাধিক সিসি ক্যামেরাও।

তবে শঙ্কর একা নন, এর আগে কিন্তু তাঁর ‘ঘনিষ্ঠ’ জ্যোতিপ্রিয় মল্লিকও জেলে গিয়ে একই আবেদন করেছিলেন। শোয়ার জন্য বালিশ-খাট-চাদর সব চেয়েছিলেন। সেই সময়ও জেল কর্তৃপক্ষ তাঁর আবদার নাকচ করে দিয়েছিলেন। এবার সেই একই পথে হাঁটলেন শঙ্করও।

 

Next Article