কলকাতা: ‘শিরদাঁড়া বিক্রি নেই’, লেখা টি-শার্ট পরে কার্নিভালে যোগ দেওয়ার জন্য ময়দান থানার পুলিশ কলকাতা পুরসভার চিকিৎসক তপোব্রত রায়কে আটক করে। যা নিয়ে পুজোর কার্নিভাল আর দ্রোহের কার্নিভালের মাঝে নতুন করে তপ্ত হয়ে ওঠে কলকাতা। এবার এই ইস্যুতে বুধবার পুরসভায় চিকিৎসকদের নিয়ে একটি বৈঠক ডাকা হয়। বৈঠকে যোগ দেওয়া সকল চিকিৎসকের বুকেই দেখা গেল ‘উই ডিমান্ড জাস্টিসে’র ব্যাজ। বার্তা স্পষ্ট, প্রতিবাদের ব্যাজ বা টি-শার্ট পরে থাকার জন্য পুলিশের পদক্ষেপকে ভাল ভাবে নিচ্ছেন না পুরসভার চিকিৎসকেরা।
শেষে তপোব্রতর পাশে দাঁড়িয়ে তিন দফা দাবিকে সামনে রেখে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন কলকাতা পুরসভার চিকিৎসকেরা। সূত্রের খবর, বৈঠকে চিকিৎসকেরা মূলত তিনটি দাবিকে সামনে রেখেছেন। তাঁদের স্পষ্ট দাবি, চিকিৎসক তপোব্রত রায়ের বিরুদ্ধে ১৫১ ধারা প্রত্যাহার করতে হবে। একইসঙ্গে কলকাতা পুলিশের ফেসবুক পেজ থেকে এই ঘটনার জন্য ক্ষমা চাইতে হবে। পাশাপাশি তপোব্রতর বিরুদ্ধে মামলা রুজু হলে পুরসভাকে আইনি সহায়তা দিতে হবে।
এই তিন দাবি পূরণের পাশাপাশি ‘আমরা সবাই প্রতিবাদী’ এই লেখা সম্বলিত ব্যাজ পরে বৃহস্পতিবার ডিউটি করবেন কলকাতা পুরসভার চিকিৎসকেরা। তিনটি দাবি মানা না হলে বৃহস্পতিবার বিকেল পাঁচটায় পরবর্তী কর্মসূচি ঘোষণার কথা জানাচ্ছেন তাঁরা।