কলকাতা: কোভিড-১৯ আক্রান্ত হয়ে মৃত্যু হল কলকাতা পুলিসের স্পেশাল ব্রাঞ্চের এক আধিকারিকের। নাম সত্যব্রত পাল। বয়স পঞ্চাশের কাছাকাছি। শহরের এক বেসরকারি হাসপাতালে সোমবার সকাল সাড়ে ন’টা নাগাদ মৃত্যু হয় তাঁর। এই নিয়ে গত এক মাসে পাঁচজন পুলিস কর্মীর মৃত্যু হল।
মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে প্রথম থেকেই ময়দানে পুলিস কর্মীরা। দিন রাত এক করে, জীবনকে বাজি রেখেই পরিস্থিতি সামাল দিচ্ছেন তাঁরা। সেই লড়াই করতে গিয়েই বহু পুলিস কর্মী করোনা আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে অনেকের। গত এক মাসেই পাঁচজনের মৃত্যুর খবর রয়েছে।
আরও পড়ুন: রাজ্যপাল-সাক্ষাতের পরই জল্পনা জিইয়ে দিল্লির পথে সৌরভ
গত ১৬ নভেম্বর করোনায় মৃত্যু হয় মানব বন্দ্যোপাধ্যায়ের। কলকাতা পুলিসের স্পেশাল ব্রাঞ্চেই সাব ইন্সপেক্টর পদে কর্মরত ছিলেন তিনি। পরদিনই অর্থাৎ ১৭ নভেম্বর আরও এক পুলিস কর্মীর মৃত্যু সংবাদ আসে। মহামারীর বলি হন কলকাতা পুলিসের কনস্টেবল কমলকৃষ্ণ বল। রিজার্ভ ফোর্সে ছিলেন তিনি। গত ২৯ নভেম্বর মারা যান কলকাতা পুলিসের যানবাহন বিভাগের কর্মী প্রদীপ মণ্ডল।
চলতি মাসের শুরুতেই কলকাতা আর্মড পুলিসের ষষ্ঠ ব্যাটেলিয়নের অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর সমীর কুমার নাথের মৃত্যু হয় করোনায়। করোনাকালে একেবারে সামনের সারিতে থেকে লড়াই করেছিলেন তিনি। সাউথ ডিভিশনে ডেপুটেশনে কর্মরত ছিলেন। কোভিড-১৯ আক্রান্ত হয়ে ভর্তি হন হাসপাতালে। গত ৭ ডিসেম্বর মৃত্যু হয় তাঁর।