বার্থ সার্টিফিকেট ভুয়ো, পাশবুক ভুয়ো, ভোটার কার্ড ভুয়ো, অ্যাডমিট কার্ডও ভুয়ো, কদম্বগাছি থেকে বসিরহাট, ছড়িয়েছে জাল

Kolkata Police: উদ্ধার হওয়া ওই সব বার্থ সার্টিফিকেটের সত্যতা যাচাই করার জন্য ইতিমধ্যে তদন্তকারীদের তরফে চিঠি পাঠিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জানতে চাওয়া হয়েছে। পুলিশ সূত্রে খবর, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তরফে জানিয়ে দেওয়া হয়েছে যে ওই বার্থ সার্টিফিকেট ভুয়ো।

বার্থ সার্টিফিকেট ভুয়ো, পাশবুক ভুয়ো, ভোটার কার্ড ভুয়ো, অ্যাডমিট কার্ডও ভুয়ো, কদম্বগাছি থেকে বসিরহাট, ছড়িয়েছে জাল
Follow Us:
| Edited By: | Updated on: Dec 27, 2024 | 1:13 PM

কলকাতা: পাসপোর্ট জালিয়াতির তদন্তে এখনও পর্যন্ত বিভিন্ন জায়গা থেকে উদ্ধার হওয়া পরিচয় পত্র, বার্থ সার্টিফিকেট, স্কুল সার্টিফিকেট, অ্যাডমিট কার্ড সঠিক কি না, তা যাচাইয়ের কাজ চালাচ্ছিল কলকাতা পুলিশ। আর তাতেই দেখা গেল, উদ্ধার হওয়া সব পরিচয়পত্রই ভুয়ো। বেশ কয়েকটি পুরসভা, পঞ্চায়েত ও নির্বাচন কমিশনের শাখা অফিসে একাধিক পরিচয় পত্র সম্পর্কিত তথ্য জানতে চাওয়া হয়েছিল বলেই সূত্রের খবর।

পাসপোর্ট জালিয়াতির তদন্তে উঠে আসছে আরও অনেক তথ্য। বাংলাদেশি নাগরিকদের নামে বানানো যে সব নথি এখনও পর্যন্ত তদন্তকারীদের হাতে এসেছে সেগুলো সঠিক কি না, তা যাচাই করার কাজ চালাচ্ছেন গোয়েন্দারা।

লালবাজার সূত্রে খবর, এখনও পর্যন্ত কদম্বগাছি গ্রাম পঞ্চায়েত, গঙ্গাধরপুর, বসিরহাট এবং বারাসত মিউনিসিপ্যালিটি থেকে ইস্যু হওয়া বার্থ সার্টিফিকেট উদ্ধার হয়েছে। সূত্রের খবর, এর মধ্যে কদম্বগাছি গ্রাম পঞ্চায়েত থেকে ইস্যু হওয়া বার্থ সার্টিফিকেটের সংখ্যা সবথেকে বেশি।

উদ্ধার হওয়া ওই সব বার্থ সার্টিফিকেটের সত্যতা যাচাই করার জন্য ইতিমধ্যে তদন্তকারীদের তরফে চিঠি পাঠিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জানতে চাওয়া হয়েছে। পুলিশ সূত্রে খবর, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তরফে জানিয়ে দেওয়া হয়েছে যে ওই বার্থ সার্টিফিকেট ভুয়ো।

বাংলাদেশি নাগরিকদের নামে বেশ কিছু ব্যাঙ্কের পাশবুকও উদ্ধার হয়েছে তল্লাশিতে। উদ্ধার হওয়া ব্যাঙ্ক পাশবুক সঠিক কি না সে বিষয়েও সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠিয়ে তদন্তকারীরা সত্যতা জানতে চাইছে। পুলিশ সূত্রে খবর, সব নথি ভুয়ো বলেই জানানো হয়েছে।

বাংলাদেশি নাগরিকদের পাসপোর্ট তৈরির জন্য ওয়েস্টবেঙ্গল বোর্ডের স্কুল সার্টিফিকেট এবং অ্যাডমিট কার্ড ব্যবহার করা হত। সেই নথিপত্রও বাজেয়াপ্ত করেছেন তদন্তকারীরা। ইতিমধ্যে তদন্তকারীদের তরফে সংশ্লিষ্ট ওয়েস্ট বেঙ্গল বোর্ডের কাছে অ্যাডমিট কার্ড ও মার্কশিট সম্পর্কিত সত্যতা যাচাই করার জন্য চিঠি দেওয়া হয়। বেশ কিছু অ্যাডমিট কার্ড ও মার্কশিট ভুয়ো, এমনটাও জানানো হয়েছে বলেই পুলিশ সূত্রে খবর।

কলকাতার ঠিকানায় উদ্ধার হওয়া ভোটার কার্ডের সত্যতা যাচাইয়ের জন্য চিঠি পাঠানো হয় জেসপ বিল্ডিংয়ে থাকা নির্বাচন কমিশনের জেলা অফিসেও। সেই ভোটার কার্ডও জাল বলেই চিহ্নিত করা হয়েছে। অর্থাৎ পরিচয়পত্র বা সার্টিফিকেট সবই ভুয়ো।