Local Train: ফিরছে ভোগান্তির চেনা ছবি, বছর শেষেও বাতিল থাকছে ৪৭ লোকাল, দেখে নিন তালিকা
Local Train: ২৮ তারিখ বাতিল থাকছে আপ 32249 শিয়ালদহ-ডানকুনি লোকাল। বাতিল থাকছে ডাউন 32252 ডানকুনি-শিয়ালদহ লোকালও। একইসঙ্গে ২৮ তারিখ কিছু ট্রেনের যাত্রাপথেও বদল আসছে।
কলকাতা: বছরের শুরুতেও যে ছবিটা দেখা গিয়েছিল, বছর শেষেও ফিরছে ভোগান্তির সেই চেনা ছবি। হওড়ার পর এবার শিয়ালদহ। ডিসেম্বরের ২৮ ও ২৯ তারিখ বাতিল থাকছে একগুচ্ছ লোকাল ট্রেন। দমদমের কাছে রেল ট্র্যাকের রক্ষানাবেক্ষণের কাজ হবে। সে কারণেই ৭ ঘণ্টার পাওয়ার ব্লক করা হচ্ছে। কাজ চলবে ২৮ তারিখ শনিবার সকাল সাড়ে রাত সাড়ে এগারোটা থেকে পরের দিন অর্থাৎ ২৯ তারিখ রবিবার সকাল সাড়ে ৬টা পর্যন্ত। বিবৃতি জারি করে নতুন সিদ্ধান্তের কথা জানানো হয়েছে পূর্ব রেলের তরফে। পাশাপাশি কোন কোন লোকাল ট্রেন বাতিল থাকছে সেই তালিকাও দেওয়া হয়েছে।
২৮ তারিখ বাতিল থাকছে আপ 32249 শিয়ালদহ-ডানকুনি লোকাল। বাতিল থাকছে ডাউন 32252 ডানকুনি-শিয়ালদহ লোকালও। একইসঙ্গে ২৮ তারিখ কিছু ট্রেনের যাত্রাপথেও বদল আসছে। 03172 লালগোলা শিয়ালদহ প্যাসেঞ্জার ট্রেন রাত ২টো ১৫ মিনিটের পরিবর্তে ১০টা বেজে ৪৫ মিনিটে ছাড়বে।
২৯ তারিখ বাতিল থাকছে
এই খবরটিও পড়ুন
শিয়ালদহ-বনগাঁ: আপ 33811, 33813/ ডাউন 33820, 33822
শিয়ালদহ-হাবড়া: আপ 33651, 33653/ ডাউন 33652, 33654
শিয়ালদহ-হাসনাবাদ: আপ 33513/ ডাউন 33514
শিয়ালদহ-ডানকুনি: আপ 32211, 32213, 32215, 32217, 32219/ ডাউন 32212, 32214, 32216, 32218, 32220
শিয়ালদহ-দত্তপুকুর: আপ 33613/ ডাউন 33612, 33616, 33618
শিয়ালদহ-কল্যাণী সিমন্ত: আপ 31311, 31313/ ডাউন 31312, 31316
শিয়ালদহ-শান্তিপুর: আপ 31511, 31513/ ডাউন 31512, 31516
শিয়ালদহ-গেদে: আপ 31911/ ডাউন 31912
শিয়ালদহ-কৃষ্ণনগর: আপ 31811/ ডাউন 31812
শিয়ালদহ-নৈহাটি: আপ 31411/ ডাউন 31414
শিয়ালদহ-রানাঘাট: আপ 31611, 31613, 31615/ ডাউন 31612, 31614, 31616
বারাসত-দত্তপুকুর: আপ 33357