মনমোহন সিংয়ের প্রয়াণে বাতিল প্রধানমন্ত্রীর অনুষ্ঠান, ৫০ লক্ষ মানুষ আজ পাবেন না সম্পত্তির কার্ড
PM Narendra Modi: আজ রাজস্থানের যোধপুরে, দুপুর সাড়ে ১২টায় স্বামিত্ব স্কিমের অধীনে ১২টি রাজ্যের ৫০ লক্ষেরও বেশি মানুষকে সম্পত্তি কার্ড বন্টনের কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।
নয়া দিল্লি: প্রয়াত হয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। তাঁকে শেষ শ্রদ্ধা জানিয়ে পূর্ব পরিকল্পিত অনুষ্ঠান বাতিল করে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ স্বামিত্ব স্কিমের অধীনে ৫০ লক্ষেরও বেশি সম্পত্তি কার্ড বিতরণের কথা ছিল প্রধানমন্ত্রীর। সেই অনুষ্ঠান বাতিল করে দেওয়া হল।
বৃহস্পতিবার রাতে প্রয়াত হন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। তাঁর বয়স হয়েছিল ৯২ বছর। তাঁর প্রয়াণে শোকাহত গোটা দেশ। শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী থেকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। সরকারের তরফে ৭ দিনের রাষ্ট্রীয় শোকের ঘোষণা করা হয়েছে। সরকারি দফতরগুলিতে অর্ধনমিত রাখা হবে জাতীয় পতাকা। আজ, শুক্রবার বাতিল করা হয়েছে সমস্ত সরকারি অনুষ্ঠান-কর্মসূচি।
আজ রাজস্থানের যোধপুরে, দুপুর সাড়ে ১২টায় স্বামিত্ব স্কিমের অধীনে ১২টি রাজ্যের ৫০ লক্ষেরও বেশি মানুষকে সম্পত্তি কার্ড বন্টনের কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। দেশজুড়ে কোটি কোটি মানুষ ভার্চুয়াল মাধ্যমে এই অনুষ্ঠানে যোগ দিতেন। তবে প্রয়াত প্রধানমন্ত্রী মনমোহন সিংজিকে শ্রদ্ধার্ঘ জানাতেই এই অনুষ্ঠান বাতিল করে দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, ২০২০ সালের এপ্রিল মাস থেকে এই প্রকল্পের সূচনা হয়েছে। এই প্রকল্পের অধীনে গ্রামীণ সম্পত্তির মালিকদের অধিকারের অফিসিয়াল রেকর্ড প্রদান করা, তাদের ব্যাঙ্ক ঋণের সুবিধা করে দেওয়া হয়। এই স্কিম মহিলাদের জমির উপরে আইনি অধিকারও প্রতিষ্ঠা করতে সাহায্য করেছে। সোজা কথায় বলতে গেলে, এই স্কিমে উন্মুক্ত জমি চিহ্নিতকরণকে সহজতর করেছে।
রাজস্থানের এই অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা, কেন্দ্রীয় পরিবেশমন্ত্রী ভূপেন্দ্র যাদব আলওয়ার, কেন্দ্রীয় মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রী অন্নপূর্ণা দেবী এবং কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল।