২০২৪ সালে যেমন অনেক বিতর্ক হয়েছে। তেমনই আবার চলতি বছরে অনেকেই জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন। ২০২৪ -এ সংসার পাতলেন কোন কোন টলিতারকারা? রইল তালিকা।
কাঞ্চন-শ্রীময়ী: ফেব্রুয়ারি মাসে আইনি বিয়ে সারেন তাঁরা। ১৪ ফেব্রুয়ারি সবাইকে চমকে দিয়ে প্রকাশ্যে আসে ছবি। তার পর মার্চ মাসে সামাজিক বিয়ে সারেন তাঁরা।
রাতুল-রূপাঞ্জনা: অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র এবং রাতুল মুখোপাধ্যায় বিয়ে করেন এপ্রিল মাসে। দীর্ঘ দিন বন্ধুত্বের পর বিয়ের সিদ্ধান্ত নেন তাঁরা। গত ১৯ এপ্রিল ধুমধাম করে বিয়ে সারেন রূপাঞ্জনা এবং রাতুল।
আদৃত-কৌশাম্বী: 'মিঠাই' সিরিয়ালের সেট থেকে তাঁদের প্রেম। যদিও পর্দায় ভাই-বোনের চরিত্রে অভিনয় করেছিলেন তাঁরা। কিন্তু শুটিং করতে করতেই একে অপরকে মন দেন তাঁরা। তার পর চলতি বছরের মে- মাসে চার হাত এক হয়।
শোভন-সোহিনী: তাঁদের বিয়ের আগে বিস্তর বিতর্ক হয়েছে। বিয়ের আগের দিন পর্যন্ত সবটা আড়ালেই রেখেছিলেন। তবে অনেকেই আগে থেকে আন্দাজ করেছিলেন বিয়ের তারিখ। গত ১৪ জুলাই মাসে বিয়ে করেছেন তাঁরা।
সায়ন-রূপসা: দীর্ঘদিন বন্ধুত্ব, প্রেম তার পর আইনি বিয়ে। চলতি বছরের অক্টোবরে মনের মানুষের সঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করেন। তবে এ বছর আরও একটি সুখবর শুনিয়েছেন তাঁরা। শীঘ্রই মা-বাবা হচ্ছেন রূপসা চট্টোপাধ্যায় এবং সায়ন সরকার।
আদিত্য-পূর্বাশা: তাঁদেরও ৯ বছরের প্রেম। কিন্তু ইন্ডাস্ট্রির অন্দরে কেউই ঘুণাক্ষরে টের পাননি তাঁদের মনের কথা। এই নভেম্বরেই পূর্ণতা পেয়েছে তাঁদের এত দিনের ভালবাসা। ধুমধাম করে বিয়ে করেছেন তাঁরা।
রুদ্রজিত্-মল্লিকা: মেয়ে ১৭ বছরের। তাই মনে মনে কুণ্ঠাবোধ ছিল অভিনেত্রী মল্লিকা বন্দ্যোপাধ্যায়ের। মেয়ের বয়স যখন ৯ বছর তখন প্রথম স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয়। তার পর আবারও নতুন জীবন শুরু করেছেন তিনি। সামাজিক ভাবে বিয়ে না সারলেও চলতি বছরেই এনগেজমেন্ট এবং আইনি বিয়ে সারেন তাঁরা। আগামী ২৪ জানুয়ারি অনুষ্ঠান করে বিয়ে করবেন তাঁরা।