‘এতটাই ভালবাসতাম…’, সলমনের প্রেমে কী কী করেছেন সুস্মিতা, জানলে অবাক হবেন?
Bollywood Gossip: সলমন খানের সঙ্গে 'বিবি নম্বর ১' ছবিতে কাজ করেছেন তিনি। তবে একটা সময় সলমনের জন্যই তিনি নিত্যদিন পড়তে বসতেন। পরিবারের সকলের কথায় উঠতে বসতেন, কারণ একটাই সলমন খানের পোস্টার।
সুস্মিতা সেন, বলিউডের অন্যতম চর্চিত অভিনেত্রী। যাঁর রূপ থেকে শুরু করে অভিনয়, সবটাই দর্শক মনে রাতারাতি জায়গা করে নিয়েছে। তবে জানেন কি, তাঁর মনে কার রাজত্ব চলত একটা সময়? তিনি আর কেউ নন, খোদ ভাইজান। সলমন খানের সঙ্গে ‘বিবি নম্বর ১’ ছবিতে কাজ করেছেন তিনি। তবে একটা সময় সলমনের জন্যই তিনি নিত্যদিন পড়তে বসতেন। পরিবারের সকলের কথায় উঠতে বসতেন, কারণ একটাই সলমন খানের পোস্টার। একবার এক সাক্ষাৎকারে তিনি সলমনের প্রতি ভাললাগা নিয়ে মুখ খুলেছিলেন।
সুস্মিতা সেন একবার সেই প্রসঙ্গে মুখ খুলেছিলেন। বলেছিলেন, “আমি হাত খরচ হিসেবে যে টাকা পেতাম, তা দিয়ে সলমন খানের পোস্টার কিনতাম। তখন সলনের ম্যায়নে পেয়ার কিয়া ছবি মুক্তি পেয়েছিল। ওই কাকটার ছবিও আমি রেখে দিয়েছিলাম। কারণ ও সলমনের ছবিতে ছিল।” এখানেই শেষ নয়, তিনি আরও বলেছিলেন, “আমার পরিবারের সকলে বলতেন সময়ে হোমওয়ার্ক শেষ করতে, নয়তো সব পোস্টার সরিয়ে দেওয়া হবে। আমি ওই ভয়ে সব হোমওয়ার্ক শেষ করে ফেলতাম। এতটাই ভালবাসতাম মানুষটাকে।”
সুস্মিতা সেন প্রথম থেকেই সলমনের ভক্ত হয়ে গিয়েছিলেন। তখন তিনি জানতেন না, একটা সময় তিনি সেই সলমনের বিপরীতেই কাজ করবেন এবং বলিউডের অন্যতম স্তম্ভ হয়ে উঠবেন। কেবল সুস্মিতা নন, বলিউডে বহু নায়িকাই সলমনে মন দিয়েছিলেন, যদিও তাঁর মনে কার বাস, সে কাহিনি সকলের জানা। ৫৯ বছর বয়সেও তাই বিয়ের পিঁড়িতে বসলেন না ভাইজান।