Salman Wedding: ঐশ্বর্য নয়, মায়ের জন্যই আজও অববাহিত সলমন, কোন সত্যি ফাঁস?
Saman Khan Birthday: নিজে থেকে বিয়ের চেষ্টা করছেন না মোটেও। কিন্তু কেন? সলমনের এই বিয়ে না করার পিছনে অন্যতম কারণ কী, জানার জন্য মরিয়া অনেকেই। এক এক বার এক এক কারণ সামনে এলেও, একবার এই প্রসঙ্গে মুখ খুলতে দেখা যায় খোদ সলমন খানের বাবা সেলিম খানকে। ছেলের সমস্যা কোথায়?
দেখতে দেখতে বয়স হল ৫৯, আজও অবিবাহিত সলমন খান। যাঁর বিয়ের চেষ্টা আজও করে চলেছেন সিনেপাড়ার অধিকাংশই। কখনও মজায় ঠাট্টায় এই প্রসঙ্গ, কখনও আবার মন থেকে কেউ-কেউ ভাইজানকে অনুরোধ করেন মন থেকেই। সলমন খানের জীবনে প্রেমের সম্পর্ক একাধিকবার উঁকি দিলেও, বিয়ে এক প্রকার যেন কপালেই নিয়ে ভাইজানের। বিয়ে ঠিক হয়েও ভেঙে গিয়েছে তাঁর। আর নিজে থেকে বিয়ের চেষ্টা করছেন না মোটেও। কিন্তু কেন? সলমনের এই বিয়ে না করার পিছনে অন্যতম কারণ কী, জানার জন্য মরিয়া অনেকেই। এক এক বার এক এক কারণ সামনে এলেও, একবার এই প্রসঙ্গে মুখ খুলতে দেখা যায় খোদ সলমন খানের বাবা সেলিম খানকে। ছেলের সমস্যা কোথায়? বিয়ে কেন হচ্ছে না? তা পরিষ্কার করে দিয়েছিলেন সেলিম। সম্প্রতি এক সাক্ষাৎকারে জানান, তাঁর ছেলের বিয়ে না করার পিছনে থাকা অন্যতম ভয়ের কারণ কী।
সেদিন সেলিম বলেছিলেন, ‘সলমন খুব সহজেই সম্পর্কে জড়িয়ে পড়েন। কিন্তু বিয়ে করার কোনও উৎসাহ তিনি পান না। ও খুব সরল মনের মানুষ। খুব সহজেই অন্যের প্রতি আকৃষ্ট হয়ে পড়েন। যদিও তাঁর মনে একটা ভয় কাজ করে, আদপে সেই মেয়ে কি পারবে তাঁর মায়ের মতো পরিবারের খেয়াল রাখতে?’
এখানেই শেষ নয়, পাশাপাশি সলমনের বিয়ে না করার পিছনের কারণ হিসেবেও এদিন সেলিম তাঁর মাকেই কাঠগোড়ায় দাঁড় করিয়ে দেন। কারণ সলমন নাকি সব মেয়ের মধ্যেই তাঁর মায়ের আচরণ খোঁজার চেষ্টা করেন। সেলিম বলেন, ‘ও চায়, মেয়েটি স্বামীর প্রতি নজর দেবে, পরিবারের খেয়াল রাখবে ওর মায়ের মতো। সন্তানদের জন্য রান্না করবে, ওদের তৈরি হতে সাহায্য করবে, ওদের হোমওয়ার্কে সাহায্য করবে, যদিও আজকের দিনে এটা পাওয়া সহজ নয়।’ তবে সলমন খানের মা বরাবরই চেয়ে এসেছেন, তাঁর ছেলে বিয়ে করুক। তার জন্য মাঝে মধ্যেই বাস্তু মেনে সলমনের ঘরের বদল ঘটিয়ে থাকেন। যদিও সলমনের কিছুতেই যেন কিছু এসে যায় না।