Howrah: ফ্ল্যাটে পুলিশ কর্মীর স্ত্রীর ঝুলন্ত দেহ, পাশের ঘরে বিছানায় পড়ে দুই ছেলে
Howrah: পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতার স্বামী প্রদীপ ঝাঁ একজন পুলিশ অফিসার। তিনি হাওড়া সিটি পুলিশে কর্মরত। শুক্রবার সন্ধ্যায় বাড়ি ফিরে ঘরের দরজা ভিতর থেকে বন্ধ দেখেন। দীর্ঘক্ষণ ডাকাডাকি করলেও দরজা খোলেননি কেউ ।
হাওড়া: বহুতল আবাসনের ফ্ল্যাট থেকে উদ্ধার পুলিশ অফিসারের স্ত্রীর ঝুলন্ত দেহ। পাশের ঘর থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার তাঁর দুই ছেলে। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে হাওড়ার শিবপুরের ব্যাতাইতলা এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম রুবি ঝাঁ (২৭)। পুলিশের দাবি, তাঁর বড় ছেলে বছর এগারোর চিরাগেরও মৃত্যু হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন চার বছরের ছোট ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতার স্বামী প্রদীপ ঝাঁ একজন পুলিশ অফিসার। তিনি হাওড়া সিটি পুলিশে কর্মরত। শুক্রবার সন্ধ্যায় বাড়ি ফিরে ঘরের দরজা ভিতর থেকে বন্ধ দেখেন। দীর্ঘক্ষণ ডাকাডাকি করলেও দরজা কেউ না খোলায় হইচই পড়ে যায় ওই বহুতলে। আবাসিক-সহ স্থানীয় বাসিন্দারা জড়ো হন।
বিপদ আঁচ করে খবর দেওয়া হয় থানায়। পুলিশ গিয়ে ঘরের দরজা ভেঙে রুবিকে একটি ঘরে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পাশের ঘরে বিছানায় পড়েছিল দুই ছেলে। তাদেরকে তড়িঘড়ি উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, দুই সন্তানকে হত্যার চেষ্টা করে আত্মহত্যা করেছেন ওই মহিলা। তবে কী কারণে এই ঘটনা, তা খতিয়ে দেখছে পুলিশ। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলার রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে।
হাওড়া সিটি পুলিশের এক উচ্চ পদস্থ আধিকারিক জানিয়েছেন, রুবির বড় ছেলের মৃত্যু হয়েছে। ছোট ছেলের চিকিৎসা চলছে।