Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Donald Trump-Vladimir Putin: গলায় গলায় ভাব শেষ? পুতিনের উপরে বেজায় চটে ট্রাম্প, বলেই ফেললেন এই কথা…

Donald Trump-Vladimir Putin: রবিবার একটি সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেন যে ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি প্রশাসনের বৈধতার উপরে প্রশ্ন তোলার জন্য রুশ প্রেসিডেন্টের উপরে ভীষণ রেগে। পুতিন নিজেও জানেন যে ক্ষুব্ধ ট্রাম্প।

Donald Trump-Vladimir Putin: গলায় গলায় ভাব শেষ? পুতিনের উপরে বেজায় চটে ট্রাম্প, বলেই ফেললেন এই কথা...
ট্রাম্প-পুতিনের বন্ধুত্ব শেষ?Image Credit source: PTI
Follow Us:
| Updated on: Mar 31, 2025 | 2:27 PM

ওয়াশিংটন: ক’দিন আগেই গাইছিলেন, ‘ইয়ে দোস্তি হাম নেহি তোড়েঙ্গে’। হঠাৎ কাটল ছন্দ। যে বন্ধুকে চোখে হারাতেন, তাঁর বিরুদ্ধেই বোমা ফাটালেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেজায় চটে বন্ধু তথা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপরে। সংবাদমাধ্যমেই ক্ষোভ উগরে দিলেন তিনি। রাশিয়ার  তেলের উপরে ট্যারিফ বসানোর হুমকিও দিলেন। এত রাগ হল কেন হঠাৎ ট্রাম্পের?

রবিবার একটি সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেন যে ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি প্রশাসনের বৈধতার উপরে প্রশ্ন তোলার জন্য রুশ প্রেসিডেন্টের উপরে ভীষণ রেগে। পুতিন নিজেও জানেন যে ক্ষুব্ধ ট্রাম্প।

তবে কি বন্ধুত্বে ফাটল ধরল? ট্রাম্প সাফাই দিয়েছেন, তাদের মধ্যে খুব ভাল সম্পর্ক। যদি পুতিন ঠিক কাজ করে, তবে এই রাগ কমে যাবে। চলতি সপ্তাহেই পুতিনের সঙ্গে তাঁর কথা হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে যদি পুতিন ইউক্রেনে রক্ত ঝরানো বন্ধ না করেন, তবে তার জন্য রাশিয়াই দায়ী থাকবে এবং ট্রাম্প তখন রাশিয়ার তেলের উপরে ফের শুল্ক বসাবেন। এই শুল্ক হবে ২৫ শতাংশ।

প্রসঙ্গত, গত সপ্তাহেই পুতিন ইউক্রেনে সরকার বদল এবং অস্থায়ী সরকার গঠনের দাবি করেছিলেন।