Bangaon: নাবালিকার ছবি বিকৃত করে ব্ল্যাকমেল করে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার যুবক
Bangaon: পুলিশ সূত্রে জানা গিয়েছে,অভিযুক্ত ওই যুবক নাবালিকার ছবি বিকৃত করে। অভিযোগ, এরপর গত মাসের ২৪ তারিখে সেই ছবি দেখিয়ে তাকে ব্ল্যাকমেল করে ধর্ষণ করে। পরবর্তীতে বুধবার নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়।

বনগাঁ: রাজ্যে ফের ধর্ষণের ঘটনা। নাবালিকার ছবি বিকৃত করে তারপর সেই ছবি দেখিয়ে ধর্ষণের অভিযোগ। গ্রেফতার এক যুবক। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বনগাঁয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে,অভিযুক্ত ওই যুবক নাবালিকার ছবি বিকৃত করে। অভিযোগ, এরপর গত মাসের ২৪ তারিখে সেই ছবি দেখিয়ে তাকে ব্ল্যাকমেল করে ধর্ষণ করে। পরবর্তীতে বুধবার নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ পেয়ে অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে গাইঘাটা থানার পুলিশ। ধৃতকে নিজেদের হেফাজতে চেয়ে বনগাঁ মহকুমা আদালতে পাঠিয়েছে পুলিশ।
উল্লেখ্য, তিলোত্তমা ধর্ষণ-কাণ্ডের পর গোটা রাজ্যজুড়ে পথে নেমেছিলেন সাধারণ মানুষ। উত্তাল হয়েছিল গোটা রাজ্য। চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, আইনজীবী থেকে শুরু করে পথে নামেন সব শ্রেণির মানুষ। বিচারের দাবি তুলতে থাকেন তাঁরা। কিন্তু সেই ঘটনার পরও এক শ্রেণির মানুষের কোনও টনকই নড়েনি। একের পর এক নারী নির্যাতনের ঘটনা প্রকাশ্যে আসতে থাকেন। কখনও তা নাবালিকা, কখনও বা তা প্রাপ্ত বয়স্ক।





