Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

US-Iran: ট্রাম্পের বোমার জবাব মিসাইলে, ইরান সাফ জানিয়ে দিল, ‘রেডি টু লঞ্চ’ মোডে তৈরি তারা

Nuclear Deal: ইরানের নিউক্লিয়ার প্রোগ্রাম নিয়ে আমেরিকার দীর্ঘদিনের আপত্তি। তবে ইরান সরাসরি আমেরিকার সঙ্গে কোনও আলোচনা বা দরাদরিতে রাজি নয়।

US-Iran: ট্রাম্পের বোমার জবাব মিসাইলে, ইরান সাফ জানিয়ে দিল, 'রেডি টু লঞ্চ' মোডে তৈরি তারা
মিসাইল নিয়ে তৈরি ইরান।Image Credit source: X
Follow Us:
| Updated on: Mar 31, 2025 | 11:18 AM

তেহরান: ট্রাম্প দিচ্ছেন বোমাবর্ষণের হুমকি। ভেবেছিলেন, ইরান মাথা নত করবে। কিন্তু হল ঠিক উল্টোটা। ইরান মাথা নত তো করলই না, বরং তারাও মিসাইল নিয়ে যে প্রস্তুত, তা সাফ জানিয়ে দিল।

রবিবারই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন যে ইরান যদি তাদের পরমাণু চুক্তি গ্রহণ না করে, তবে তারা ইরানে বোমাবর্ষণ শুরু করবেন। এরপরই ইরান জানায়, তারাও আমেরিকার জবাব দিতে প্রস্তুত। তেহরান টাইমসের রিপোর্ট অনুযায়ী, ইরান আন্ডারগ্রাউন্ড মিসাইলের ভাণ্ডার নিয়ে প্রস্তুত। তারা তাদের মিসাইল ‘রেডি টু লঞ্চ’ মোডে রেখেছে। প্রয়োজন হলেই তারা হামলা চালাবে।

ইরানের নিউক্লিয়ার প্রোগ্রাম নিয়ে আমেরিকার দীর্ঘদিনের আপত্তি। তবে ইরান সরাসরি আমেরিকার সঙ্গে কোনও আলোচনা বা দরাদরিতে রাজি নয়। সম্প্রতিই ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, “আমরা আলোচনা এড়াই না। এটা প্রতিশ্রুতি ভাঙার ফল, যা এত সমস্যা তৈরি করছে। ওদের (আমেরিকা) প্রমাণ করতে হবে যে ওরা বিশ্বাস তৈরি করতে পারে।”

এরপরেও আমেরিকা বিবৃতি দিয়ে জানায় যে তারা ইরানকে পরমাণু প্রোগ্রাম নিয়ে এগিয়ে যেতে দিতে পারে না। ইরান পরমাণু অস্ত্র তৈরি করতে পারবে না। যদি ইরান ওয়াশিংটনের প্রস্তাব গ্রহণ না করে, তবে ফল খারাপ হবে।

প্রসঙ্গত, সম্প্রতিই ইরান একটি ভিডিয়ো প্রকাশ করেছিল যেখানে তারা মিসাইল সিটি-র এক ঝলক দেখায়। আন্ডারগ্রাউন্ড টানেলে পরপর সাজানো অত্যাধুনিক মিসাইল ও অস্ত্রশস্ত্র মজুত করে রাখা ছিল।