Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Asaduddin on Waqf Bill: লোকসভায় ওয়াকফ বিল ছিঁড়ে ফেললেন আসাদউদ্দিন ওয়াইসি, তীব্র বিরোধিতা সাংসদের

Asaduddin on Waqf Bill: দেশের বৃহত্তম সংখ্যালঘুদের উপর আক্রমণ করা হচ্ছে বলেও দাবি করেন ওয়াইসি। তাঁর বক্তব্য, এই বিল মুসলিমদের দারিদ্র্য দূর করবে না।

Asaduddin on Waqf Bill: লোকসভায় ওয়াকফ বিল ছিঁড়ে ফেললেন আসাদউদ্দিন ওয়াইসি, তীব্র বিরোধিতা সাংসদের
আসাদউদ্দিন ওয়াইসিImage Credit source: PTI
Follow Us:
| Updated on: Apr 03, 2025 | 12:00 AM

নয়া দিল্লি: লোকসভায় ওয়াকফ সংশোধনী বিল পেশ করেছে কেন্দ্র। সেই বিলের উপর বুধবার সকাল থেকে মধ্যরাত পর্যন্ত চলল আলোচনা। আর সেই আলোচনায় অংশ নিয়ে বিলের কপি ছিঁড়ে ফেললেন অল ইন্ডিয়া এআইএমআইএম (AIMIM) সাংসদ আসাদউদ্দিন ওয়াইসি। এই বিল অসাংবিধানিক বলে দাবি করেছেন তিনি। ওয়াকফ বিলের তীব্র বিরোধিতা করে, একাধিক প্রশ্ন তুলেছেন তিনি।

ওয়াইসি বলেন, “সরকার যে আইন তৈরি করছে তা সংবিধানের ২৬ নম্বর অনুচ্ছেদের লঙ্ঘন করা হয়েছে। বিজেপি দেশে সংঘাত তৈরি করতে চাইছে। আগামিকাল কালেক্টর এবং ডিএম বলবেন যে এটি সরকারি সম্পত্তি এবং সেখানে পোস্টার সাঁটাবেন। মসজিদগুলো বন্ধ করে দেওয়া হবে।” তাঁর দাবি, এই বিল পাস হলে, দেশের প্রাচীন মন্দিরগুলি সুরক্ষিত হবে, কিন্তু মসজিদগুলি নয়।

দেশের বৃহত্তম সংখ্যালঘুদের উপর আক্রমণ করা হচ্ছে বলেও দাবি করেন ওয়াইসি। তাঁর বক্তব্য, এই বিল মুসলিমদের দারিদ্র্য দূর করবে না। হায়দরাবাদের সাংসদ আরও বলেন, এই বিল সব ধর্মের সমতার যে সাংবিধানিক বিধান রয়েছে, তার পরিপন্থী। এটি সংবিধানের ২৫ অনুচ্ছেদেরও লঙ্ঘন করে বলে দাবি করেছেন তিনি।

উল্লেখ্য, এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লোকসভায় বলেছেন, “আমি স্পষ্ট করে দিচ্ছি, মুসলিমদের ধর্মকর্ম, তাদের যে দানের ট্রাস্ট, তাতে সরকার কোনও দখলদারি চায় না। ওয়াকফ আপনাদেরই থাকবে। কিন্তু ওয়াকফ আইন অনুযায়ী চলছে কি না, সেটাই দেখতে হবে।” তাঁর দাবি, ওয়াকফ বোর্ডের নামে যে চুরি হচ্ছে, তা ধরার জন্যই এই বিল। এই বিলে দেশের মুসলিমরা উপকৃত হবেন বলেই উল্লেখ করেছেন অমিত শাহ।