Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Saudi Arabia Stock Market: সৌদির কারসাজি, Donald Trump-এর শুল্ক যুদ্ধের প্রভাব কাটিয়ে লাফিয়ে বাড়ল সে দেশের শেয়ার সূচক!

Saudi Arabia, TASI: বিশ্বের বাজারের এমন খারাপ দিনেও বেড়েছে একটি দেশের শেয়ার সূচক। সৌদি আরবের বেঞ্চমার্ক সূচক তদাউল অল শেয়ার ইনডেক্স বা TASI বেড়েছে ১.০৫ শতাংশ।

Saudi Arabia Stock Market: সৌদির কারসাজি, Donald Trump-এর শুল্ক যুদ্ধের প্রভাব কাটিয়ে লাফিয়ে বাড়ল সে দেশের শেয়ার সূচক!
Image Credit source: Chat GPT
Follow Us:
| Updated on: Apr 08, 2025 | 7:58 AM

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পারস্পরিক শুল্কের কারণে বলা যায় রক্ত নদী বইছে বিভিন্ন দেশের শেয়ার বাজারে। ৭ এপ্রিল বাজার খুলতেই হুড়মুড়িয়ে পড়েছে একাধিক দেশের শেয়ার। দিনের শেষে গিয়েও তাদের অধিকাংশ বাজারই রিকভার করেনি। ভারত থেকে চিন, জাপান থেকে জার্মানি সারা পৃথিবীর প্রায় সমস্ত বাজারই ধাক্কা খেয়েছে ট্রাম্পের এই সিদ্ধান্তের কারণে। এসএসই (SSE), হ্যাংসেং, এসজেডএসই (SZSE), চিনেক্সট, সিএসআই (CSI)-এর মতো একাধিক চিনা সূচক একেবারে মুখ থুবড়ে পড়েছে বলা যায়।

হ্যাংসেং পড়েছে ১৩ শতাংশের বেশি। জাপানি সূচক নিক্কেই পড়েছে ৭ শতাংশের বেশি। পড়েছে তাইওয়ান, দক্ষিণ কোরিয়া, ইন্দোনেশিয়ার শেয়ার বাজারের বিভিন্ন সূচক। এ ছাড়াও পড়েছে জার্মান সূচক ড্যাক্স, ব্রিটেনের সূচক এফটিএসই (FTSE)। পড়েছে ফ্রান্সের সূচক সিএসির মতো সূচক। যদিও এশিয়া এবং ইউরোপের বিভিন্ন সূচকের তুলনায় বেশ ভাল জায়গায় রয়েছে আমাদের দেশের দুই বেঞ্চমার্ক সূচক সেনসেক্স ও নিফটি ৫০। ৩.২৪ শতাংশ পড়েছে নিফটি ৫০ এবং ২.৯৫ শতাংশ পড়েছে সেনসেক্স।

কিন্তু বিশ্বের বাজারের এমন খারাপ দিনেও বেড়েছে একটি দেশের শেয়ার সূচক। সৌদি আরবের বেঞ্চমার্ক সূচক তদাউল অল শেয়ার ইনডেক্স বা TASI ৭ এপ্রিল বেড়েছে ১.০৫ শতাংশ। আগের দিনের তুলনায় ১১৬ পয়েন্ট বেড়ে ১১,১৯৪-এ বন্ধ হয়েছে সৌদির বেঞ্চমার্ক সূচক।

বাজার খুলতে প্রথমেই ৫২ সপ্তাহের সর্বনিম্ন দর ছুঁয়ে আবার উপরের দিকে উঠে আসে তদাউল অল শেয়ার সূচক। সৌদি স্টক এক্সচেঞ্জের তথ্য বলছে, ন্যাশনাল কোম্পানি ফর লার্নিং অ্যান্ড এডুকেশ, জাহেজ ইন্টারন্যাশনাল কোম্পানি ফর ইনফরমেশন সিস্টেম টেকনোলজি, এতিহাদ এতিসালাত কো, ডক্টর সুলাইমান আল হাবিব মেডিক্যাল সার্ভিসেস গ্রুপ ও ইয়ানবু সিমেন্ট সংস্থার শেয়ারের দাম এদিন চড়চড়িয়ে বেড়েছে।

সংবাদ সংস্থা ব্লুমবার্গের রিপোর্ট বলছে সৌদি তার এশিয়ান ক্রেতাদের জন্য তেলের দাম কমিয়েছে। জানা গিয়েছে, ব্যারেল প্রতি ২.৩০ আমেরিকান ডলার দাম কমিয়েছে সৌদি আরব। আর এই সবের প্রভাবই দেখা গিয়েছে সৌদির শেয়ার বাজারে।

কোথাও বিনিয়োগ করতে চাইলে সেই বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও বিশ্লেষণ করুন। এই ভিডিয়ো শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।

বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।