Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Railways: মাত্র ২০০ টাকায় রেল স্টেশনে থাকার এলাহি ব্যবস্থা, কীভাবে বুক করবেন

Railways: ট্রানজিটে থাকা যাত্রীদের জন্য খুবই কার্যকর হবে এটি। ভারতে এখন দুটি রেল স্টেশন রয়েছে যেখানে যাত্রীদের জন্য পড রিটায়ারিং রুমের সুবিধা রয়েছে।

Railways: মাত্র ২০০ টাকায় রেল স্টেশনে থাকার এলাহি ব্যবস্থা, কীভাবে বুক করবেন
Follow Us:
| Updated on: Apr 07, 2025 | 11:38 PM

নয়া দিল্লি: মুম্বই সেন্ট্রাল রেল স্টেশনের আদলে, মধ্যপ্রদেশের ভোপালে একটি পড স্টেশন চালু করা হয়েছে। সেখানে যাত্রীরা মাত্র ২০০ টাকা দিয়ে থাকতে পারবেন। যাত্রীদের ক্রমবর্ধমান সংখ্যার কথা মাথায় রেখে এই পড হোটেলটি চালু করা হয়েছে। বর্তমানে ওয়েটিং লাউঞ্জে জায়গা খুব কম।

এই পড হোটেল IRCTC-র ওয়েবসাইট বা অফলাইনে বুক করা যাবে, তবে এর জন্য একটি PNR নম্বর থাকা বাধ্যতামূলক। এই পড হোটেলে মোট ৭৮টি পড তৈরি করা হয়েছে। এর মধ্যে ৫৮টি একক পড এবং ২০টি ফ্যামিলি পড থাকছে, যেখানে দুজন প্রাপ্তবয়স্ক এবং দুজন শিশু বিশ্রাম নিতে পারে।

৫৮টি সিঙ্গল পডের মধ্যে ৪০টি পড পুরুষদের জন্য এবং ১৮টি পড মহিলাদের জন্য তৈরি। সিঙ্গল পডের জন্য নির্ধারিত চার্জ হল ৩ ঘন্টায় ২০০ টাকা, ৬ ঘন্টার জন্য ৩৫০ টাকা, ৯ ঘন্টার জন্য ৫০০ টাকা, ১২ ঘন্টার জন্য ৭০০ টাকা এবং ২৪ ঘন্টার জন্য ৯০০ টাকা। ফ্যামিলি পডের জন্য খরচ পড়বে যথাক্রমে ৪০০, ৭০০, ৯০০, ১১০০ এবং ১৫০০ টাকা। প্রতিটি পডে থাকবে বালিশ, বিছানার চাদর, আলো, ফোন, চার্জিং সকেট, লকার এবং ওয়াই-ফাই-এর সুবিধা থাকবে।

ট্রানজিটে থাকা যাত্রীদের জন্য খুবই কার্যকর হবে এটি। ভারতে এখন দুটি রেল স্টেশন রয়েছে যেখানে যাত্রীদের জন্য পড রিটায়ারিং রুমের সুবিধা রয়েছে। ২০২১ সালে মুম্বই সেন্ট্রাল রেল স্টেশনে চালু হয়েছিল এই পড।